পবিত্র কোরআনে ৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী

5 31
Avatar for Ratul007
4 years ago

পবিত্র কোরআনে মহান আল্লাহ তা'আলা আমাদের নানা বিষয়ে বহু উপদেশ প্রদান করেছেন।

এমনই ৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী হলঃ

১. মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলবে না। (সূরা ইমরান-১৫৯)

২. তোমার রাগ দমন কর। (সূরা ইমরান-১৩৪)

৩. অন্যের সাথে ভালো ও নম্র আচরণ কর। (সূরা নিসা-৩৬)

৪. কারো প্রতি নিষ্ঠুর হবে না। (সূরা আরাফ-১৩)

৫. অন্যের ভুলকে ক্ষমা করবে। (সূরা আরাফ-১৯৯)

৬. কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে না। (সূরা বাকারা- ১১৪)

৭. আস্তে শব্দ কর। (সূরা লোকমান-১৯)

৮. অন্যকে বিপদগ্রস্ত করো না। (সূরা হুজুরাত-১১)

৯. পিতা মাতার ওপর দায়িত্ববান হও। (সূরা বনি ইসরাইল-২৩)

১০. পিতা মাতার সাথে উফ শব্দটিও বলবে না। (সূরা বনি ইসরাইল-২৩)

১১.বিনা অনুমতিতে পিতা মাতার কক্ষে প্রবেশ করবে না। (সূরা নুর-৫৮)

১২. বকেয়া লেনদেন লিখে রাখবে। (সূরা বাকারা-২৮২)

১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না। (সূরা বাকারা-১৭০)

১৪. ঋণ ফিরিয়ে দেওয়ার আরও সুযোগ দিবে। (সূরা বাকারা-২৮০)

১৫.সুদ নিও না, ইহা মারাত্বক পাপ। (সূরা বাকারা-২৭৫)

১৬. ঘুষ খেয়ো না। (সূরা বাকারা-১৮৮)

১৭. শর্ত ভেঙো না। (সূরা বাকারা-১৭৭)

১৮. বিশ্বাস বজায় রাখো। (সূরা বাকারা-২৮৩)

১৯. সত্যকে মিথ্যার সাথে মিলিয়ো না। (সূরা বাকারা-৪২)

২০. মানুষের মাঝে সঠিক বিচার কর। (সূরা নিসা- ৫৮)

২১. সুবিচারে কঠোর অবস্থান রাখো। (সূরা নিসা-১৩৫)

২২. মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিকভাবে ভাগ করে দাও। (সূরা নিসা- ৭)

২৩. নারীদেরও উত্তরাধিকার হওয়ার নিয়ম আছে। (সূরা নিসা-৭)

২৪. এতিমের সম্পত্তি গ্রাস করো না। (সূরা নিসা-১০)

২৫. এতিমকে রক্ষা করো। (সূরা বাকারা- ২২০)

২৬. অন্যের সম্পদ সুকৌশলে গ্রাস করো না। (সূরা নিসা-২৯)

২৭. মানুষের মধ্যে ঝগড়া-বিবাদ মিমাংসা করে দাও। (সূরা হুজুরাত- ০৯)

২৮.মানুষের উপর সন্দেহ এড়িয়ে চল। (সূরা হুজুরাত-১২)

২৯. পিছনে কান পেত না। (সূরা বাকারা-২৮৩)

৩০. সাহায্যার্থে সম্পদ ব্যয় কর। (সূরা হাদিদ-৭)

৩১. গরীবকে খাওয়াতে লোকদের উৎসাহ প্রদান কর। (সূরা মাউন-০৩)

৩২. প্রয়োজনে সাহায্য করো। (সূরা বাকারা-২৭৩)

৩৩. কখনো অপচয় করো না। (সূরা বনি ইসরাইল-২৯)

৩৪. অতিথি আপ্যায়ন কর। (সূরা আয যারিয়াত-২৬)

৩৫. নিজে যাচাই করে তারপর অন্যকে করতে বল। (সূরা বাকারা-৪৪)

৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করো না। (সূরা বাকারা-৬০)

৩৭. যুদ্ধের সময় যুদ্ধের ময়দান হতে পলায়ন করো না। (সূরা আনফাল- ১৫)

৩৮. যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ করবে। (সূরা বাকারা-১৯০)

৩৯. পৃথিবীতে বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেনা। (সূরা বাকারা-৬০)

৪০. ধর্মের ব্যাপারে জোর করবে না। (সূরা বাকারা- ২৫৬)

আল্লাহ আমাদের সব উপদেশ মেনে চলার তৌফিক দান করুক-আমীন।

Place Upvote, Like,And Comment,,,,

8
$ 0.00
Avatar for Ratul007
4 years ago

Comments

extremely right

$ 0.00
4 years ago

Thank you for sharing one of the best things

$ 0.00
4 years ago

valo akta post korcen vai,, onk kicu jante parlam ,next time r o valo article asbe aysa kori

$ 0.00
4 years ago

Right

$ 0.00
4 years ago

❤❤

$ 0.00
4 years ago