ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে অক্টোবর-নভেম্বর সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল ও এ-লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন এ তথ্য নিশ্চিত করেন। আজ বুধবার ব্রিটিশ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, 'আসন্ন অক্টোবর-নভেম্বর ২০২০ সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড কেবল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ণ করবে। পরীক্ষা ছাড়া কোনও রকম মূল্যায়ণ হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে।' এতে আরও বলা হয়, 'শিক্ষার্থীরা আগামী মাস থেকে পরীক্ষা দেওয়ার জন্য তাদের পছন্দের কেন্দ্রের বিষয়ে জানবে।' বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে আমাদের প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী আছে যারা অক্টোবর-নভেম্বরের পরীক্ষায় বসার জন্য জুলাই-আগস্টে...
6
27
British council helpful for all students