সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৯ লাখ ৮২ হাজার ২০ জন।
মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ১ হাজার ৬০ জনে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৪২ জন।
শুরু থেকে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯০৭ জন।
এদিকে, দ্বিতীয় স্থানে থাকা ভারতে ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭ জন। মারা গেছেন ৯১ হাজার ১৭৩ জন।
Nice post