যাদুকাটা নদী
যাদুকাটা নদী বাংলাদেশে অবস্থিত। এটি টাঙুয়ার হাওরে অবস্থিত। জায়গাটি অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর নদী। আর আপনি যদি সেখানে ভ্রমন করতে যান, সেখানে আপনি প্রকৃতির রুপ দেখে মুগ্ধ হয়ে যাবেন।
বাংলাদেশের সকল সুন্দর জায়গাগুলো বর্ডারের কাছে অবস্থিত। আর বর্ডার এর কাছেই ভারত অবস্থিত। টাঙুয়ার হাওর ভারত এর কাছাকাছি অবস্থিত। সেখানে একটি ঝর্না রয়েছে, আর ঝর্না থেকে পানি নেমে আসে। আর সেটি দেখতে সত্যি মনোমুগ্ধকর। আমিও ঘুরতে অনেক ভালোবাসি। তবে বর্ডারের কাছেই হলো সুন্দর জায়গাটি, তবে বাংলাদেশের বর্ডার অনেকেই পার হয়ে অন্য দেশের সীমান্তে চলে যায়। আর তখন বাংলাদেশী বিজিপি এসে পর্যটকদের সতর্ক করে দেয়।
তবে এখন আমি আপনাদের যাদুকাটা নদী সম্পর্কে বলবো । আপনি যদি যাদুকাটা নদী নৌকা দিয়ে ভ্রমন করেন তাহলে আপনি এককথায় মুগ্ধ হয়ে যাবেন। এতো সুন্দর জায়গা আপনি আর কোথাও দেখতে পাবেন না। আপনি যদি যাদুকাটা নদী ভ্রমন করতে যান, তাহলে অবশ্যই বর্ষাকালের সময় যাবেন। আর যাদুকাটা নদী টাঙুয়ার হাওড় এর অন্তভূক্ত। আপনি যাদুকাটা নদীতে গেলে বৃষ্টি হতে পারে। আর সেখানে বৃষ্টি হলে আপনি আরো মনোরম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। টাঙুয়ার হাওড়ের আশেপাশে পাহাড় আর সবুজ গাছপালা। এতো সুন্দর দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায়। আর নদীরে পানি ঠান্ডা, তাই আপনি সেখানে গোসল করে অনেক তৃপ্তি পাবেন। টাঙুয়ার হাওড়ে বালু আর নদী আর পাহাড় রয়েছে।
Photo source: https://unsplash.com/photos/pP-o-2UaCnw
আপনি যাদুকাটা নদীতে অনেক নৌকা পেয়ে যাবেন, আর নৌকা দিয়ে ঘুরাঘুরি করবেন।টাঙুয়ার হাওড়ে যাদুকাটা নদীর নাম একটি গল্প নিয়ে নাম রাখা হয়েছে।
আর একটি সুন্দর জায়গা রয়েছে টাঙুয়ার হাওড়ে,তার নাম হলো শিমুল বাগান। আপনি টাঙুয়ার হাওড়ে যদি জানুয়ারি ও ফ্রেবুয়ারি মাসে আসেন, তাহলে শিমুল গাছের ফুল ফুটবে। আর সেই ফুল দেখে আবারো আপনার মন জুড়িয়ে যাবে।
Photo source:https://www.banglafeeds.info/2020/10/Shimul-Bagan-Photos.html?m=1
আপনি এই ভিডিও এর মাধ্যমে সকল কিছু বিস্তারিত ভাবে জানতে পারবেন ও দেখতে পারবেনঃ