ক্রিপটো মুদ্রার ভবিষ্যত

0 19
Avatar for Rashed8
2 years ago

ক্রিপটো মুদ্রা হলো ডিজিটাল ক্যাশ বা ইলেকট্রনিক ক্যাশ। বর্তমানে সকল দেশের জনগন ক্রিপটো মুদ্রা ব্যবহার করে। আমি নিজেও ক্রিপটো মুদ্রা ব্যবহার করি। এখন ফিয়াট টাকার ব্যবহার কমে যাচ্ছে। সবাই ডিজিটাল মানি লেনদেন করে। আর কয়েক বছর পর ফিয়াট টাকার প্রচলন থাকবে না বলে মনে করা যায়।

আমরা প্রায় সকলে জেনেছি যে, ক্রিপটো মুদ্রা কি? ক্রিপটো মুদ্রা হলো ডিজিটাল মানি, যা ব্লকচেইন এর মাধ্যমে লেনদেন করা হয়। ক্রিপটো মুদ্রা ব্যবহার করা অনেক বেড়ে গেছে দিন দিন। ক্রিপটো মুদ্রা হলো বিকেন্দ্রীভূত। ক্রিপটো মুদ্রাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনা। মূলত, ক্রিপটো মুদ্রা ব্যবহারকারীর উপর নির্ভর করে।

ক্রিপটো মুদ্রার দাম কিভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকে?

ক্রিপটো মুদ্রার দাম সাধারনত ব্যবহারকারীর উপর নির্ভর করে, মূলত মুদ্রার চাহিদা ও সরবরাহ এর উপর ক্রিপটো মুদ্রার দাম নির্ভর করে থাকে। উদাহারণঃ ২০০৯ সালে বিটকয়েন তৈরী হয়, আর তখন বিটকয়েন এর কোনো চাহিদা ছিলো না। আর তখন বিটকয়েন এর ব্যবহারকারীর সংখ্যা খুবই কম ছিলো। যার ফলে তখন বিটকয়েন এর দাম খুব কম ছিলো । আর সেই সময় কয়েক হাজার বিটকয়েন দিয়ে একটি পিজ্জা কেনা যেতো। তবে বর্তমানে বিটকয়েন এর দাম অনেক, বিটকয়েন এর দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে। কারন, বিটকয়েন এর চাহিদা বেড়ে গিয়েছে, আর ব্যবহারকারীর সংখ্যাও অনেকে বেড়ে গেছে।

প্রথমে যখন ক্রিপটো মুদ্রা তৈরী হয়, তখন মানুষেরা ক্রিপটো মুদ্রা বিশ্বাস করতো না। তবে ধীরে ধীরে ক্রিপটো মুদ্রার প্রচলন বেড়ে যায়। বর্তমানে ক্রিপটো মুদ্রার ব্যবহার আর ব্যবহারকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

ক্রিপটো মুদ্রা দিয়ে বর্তমানে আমরা পেমেন্ট করতে পারবো, রেস্টুরেন্টে বিল দিতে পারবো, শপিং করতে পারবো। ক্রিপটো মুদ্রার এটিএম বুথ রয়েছে, আর এটিএম বুথের মাধ্যমে আমরা ক্রিপটো মুদ্রা ফিয়াটে রুপান্তরিত করতে পারবো। জনপ্রিয় ক্রিপটো মুদ্রা গুলো হলোঃ বিটকয়েন,ইথেরেয়াম, বিন্যান্স কয়েন,ডোজকয়েন,বিটকয়েন ক্যাশ,কারডানো,সোলানা সহ আরো অনেক ক্রিপটো মুদ্রা রয়েছে। ক্রিপটো মুদ্রার ভবিষ্যত অনেক ভালো।

তাই, আমাদের প্রয়োজন ক্রিপটো মুদ্রা ব্যবহার করা। আমাদের ক্রিপটো মুদ্রা দিয়ে বিনিয়োগ করা উচিত। আমরা যদি ক্রিপটো মুদ্রা দিয়ে ১ বছরের জন্য বিনিয়োগ করি তাহলে আমরা ভালো রিটার্ন পাবো। তবে বিনিয়োগ করার জন্য আমাদের অবশ্যই ক্রিপটো মুদ্রা সম্পর্কে সকল ধরনের তথ্য ও জ্ঞান লাভ করতে হবে।

ক্রিপটো মুদ্রা দিয়ে আমরা লেনদেন করতে পারি খুব সহজেই, এর ফলে আমাদের লেনদেন এর তথ্য কেউ জানতে পারে না। এর ফলে আমাদের অর্থ নিরাপদে থাকে। আমরা ক্রিপটো মুদ্রা দিয়ে লেনদেন করলে তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না। তাই ক্রিপটো মুদ্রা দিয়ে লেনদেন করা আমাদের জন্য নিরাপদ।

সুতরাং, ক্রিপটো মুদ্রার ভবিষ্যত অনেক ভালো। সকলে ক্রিপটো মুদ্রা ব্যবহারে অনুপ্রাণিত হচ্ছেন। তাই আমাদেরও ক্রিপটো মুদ্রা ব্যবহার করতে হবে।

1
$ 0.00
Avatar for Rashed8
2 years ago

Comments