ডাবল স্পেনডিং কি?

0 20
Avatar for Rashed8
2 years ago

ক্রিপটো মুদ্রা দিয়ে ডাবল স্পেনডিং করা সম্ভব। তাই আজ আমি আপনাদের মাঝে ডাবল স্পেনডিং নিয়ে আলোচনা করবো।

প্রকৃতপক্ষে, ডাবল স্পেনডিং হচ্ছে দুইবার খরচ করা বা ব্যয় করা। এর মানে হলো, আপনি $৫ ডলার একসাথে দুইবার খরচ করবেন। সহজ করে যদি বলি তাহলে হলো, আপনার কাছে $৫ আছে, কিন্তু আপনি দুইজনকেই $৫ করে প্রদান করবেন। কিন্তু, আপনার দুইজনকে $৫ করে পাঠাতে হলে আপনার মোট $১০ লাগবে। কিন্তু আপনার কাছে রয়েছে $৫। আর এই $৫ ডলার দুইজনকে একইসাথে প্রদান করার নামই হচ্ছে ডাবল স্পেনডিং।

ক্রিপটো বিশ্বে ডাবল স্পেনডিং করা সম্ভব, কিন্তু অফলাইনে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন না। কারন, আপনি যদি অফলাইনে কিছু ক্রয় করেন তাহলে আপনাকে সাথে সাথে টাকা প্রদান করতে হয়। অফলাইনে ডাবল স্পেনডিং করার কোনো সুযোগই থাকেনা। তবে ক্রিপটো মুদ্রা দিয়ে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন সহজেই।

উদাহরণঃ ধরুন, আপনি একজন ক্রেতা। আর আপনি একটি কসমেটিকস এর শো রুমে গিয়েছেন। আর সেখানে যেয়ে আপনি বডি পারফিউম কিনবেন। আপনি একটি দোকানে গেলেন আর সেই দোকানের পারফিউম ভালো লেগেছে আপনার। কিন্তু আপনি আরেকটি দোকানে প্রবেশ করলেন আর আরেকটি পারফিউম আপনার ভালো লেগেছে। আর তখন আপনি দুই দোকানের দুটি পারফিউম কিনতে চাইলেন। ধরুন পারফিউম দুইটির দামই $৫ করে, আর দুটি পারফিউম কিনতে হলে আপনার লাগবে $১০। কিন্তু আপনার কাছে $৫। আর তখন আপনি দুটি পারফিউম কিনবেন, তখন আপনি দুই পারফিউম অর্ডার করলেন আর দুই দোকানের ক্রিপটো এড্রেসে একইসাথে $৫ ক্রিপটো মুদ্রা বা বিটকয়েন সেন্ড করলেন। আর তখন তাদের ওয়ালেটে নোটিফিকেশন চলে যাবে। আর এভাবেই আপনি একই অর্থ দুইবার ব্যবহার করতে পারবেন।

তবে এখন প্রশ্ন হলো যে, কে পাবে সেই $৫? তাহলে আমি বলছি কে পাবে সেই ডলার। $৫ ডলার একইসাথে দুইজনকে পাঠাবে। আর তখন ব্লকচেইনে একটি পুল তৈরী হবে। তারপর দুই এড্রেসে $৫ নেওয়ার জন্য মাইনিংরা ব্লক তৈরী করবে। যে মাইনার আগে মাইনিং করতে পারবে সে $৫ পেয়ে যাবে, আর অন্য দোকানের ট্রানজেকশন তখন বাতিল হয়ে যাবে। কারন, ব্লকচেইন অবৈধ ট্রানজেকশন এর তথ্য মুছে ফেলে দেয়। তাই আমাদের ক্রিপটো মুদ্রা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

আমি আরেকটু উদাহরণ দেয়, যখন আমরা ডিপোজিট করি তখন দেখতে পায় যে কনফার্মেশন দেখায়। যদি কনফার্মেশন সম্পূর্ণ না হয়, তাহলে ট্রানজেকশন বাতিল হয়ে যাবে।

সুতরাং, ডাবল স্পেনডিং এর স্বীকার আমরাও হতে পারি। তাই আমরা কনফার্মেশন সম্পূর্ন না হওয়া পর্যন্ত কোনো কিছু প্রদান করবো না।

1
$ 0.00
Avatar for Rashed8
2 years ago

Comments