তোমরা শুনে স্তম্বিত হইও না নদীর ও একটি জীবন আছে।।।।।।!!!!!!!!
তোমাদের কাছে এই কথা নতুন শোনাতে পারেন পারে কিন্তু আমার কাছে নতুন কিছু নয় কারণ আমি বহু পুরাতন। কত যুগ যুগ ধরে যে আমি প্রবাহিত হচ্ছি তোমাদের কি বলবো। তোমরা তো এক যাও আর এক আসো। আমার তো আসা-যাওয়া নেই। আমি কতকাল আগে জন্ম নিয়েছি সে কাল থেকে একাল পর্যন্ত বয়েই চলছি।।।।।।
লর্ড টেনিসনের Brook কবিতা তোমরা জানো? ঝরনার কথা বলতে গিয়ে টেনিসন বলেছিলেন......
Men may come and men may
But i go on for ever.......
ঝরনার জীবনের কথা যদি সত্যি হয় তাহলে আমার জীবনের কথা আরও বেশি সত্যি হবে......
আমার আদি নিবাস আসামে। সেখানেই আমার উৎপত্তি। আসাম উপত্যকায় দুপাশ দিয়ে দুটি নদী বয়ে গেছে। তার দক্ষিণ দিক টা আমি।।।।।
তোমাদের দেশের আর্থিক উন্নতিতে আমি কিভাবে সহায়তা করি জানো যখন রেল ছিল না তখন আমি ছিলাম তোমাদের দেশের পূর্বাঞ্চলের একমাত্র বানিজ্য পথ।।।।।।
আরেকটু না বললে আমার কাহিনী পূর্ণ হবে না।।। বছরের বার মাস আমার এবং আমার শাখা-প্রশাখার উপরে কত যে নৌকা পালতুলে ভেসে বেড়ায় তার সংখ্যা গুনে শেষ করা যাবেনা।।।।।।
So nice article bro carry on and enjoy unlimited earn