🌹গোলাপ🌹 ফুলের রানী বলে কথা তাই এর যত্ন আর সমস্ত গাছের থেকে একটু আলাদা। যাদের বাগানে গোলাপ গাছ রয়েছে আপনারা যদি এই শীতে অধিক ও আকারে বরো ফুল পেতে চান তাহলে আর কিছুদিনের মধ্যেই গোলাপ গাছ ছাটাই করে গোলাপ গাছের গোড়ায় একরকম বিশেষ সারের মিশ্রন দিতে হবে।
☘️১,গোলাপ গাছে ভালো ফুল পেতে হলে বছরে একবার হার্ড প্রুনিং করতে হয়। এই সময় গাছের উচ্চতা যা থাকে তার থেকে অর্ধেক করে গাছ কেটে দিতে হয়। আর এর সঠিক সময় অক্টোবরের মাঝামাঝি তাই, আর এক সপ্তাহ পরে গোলাপ গাছ ছাটাই করে দিতে হবে এবং কাটা অংশে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। কাটার পূর্বে কাঁচি অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে।
☘️২, এরপর গোলাপ গাছের গোড়া থেকে কিছুটা মাটি সরিয়ে নিয়ে সেই স্থানে একটি সারের মিশ্রন দিতে হবে। সেটি হল- 2 মুঠো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট+ একমুঠো সিংকুচি+একমুঠো হাড় গুড়ো+একমুঠো সরষের খোল গুলো+একমুঠো নিম খোল+ হাফ চামচ পটাশ (কলার খোসা শুকনো করে তার গুঁড়ো পটাশ এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে) + DAP 5-7 দানা+ হাফ চামচ ছত্রাকনাশক+ এক চামচ এপসম সল্ট।(10-12 ইঞ্চি টবের জন্য) টবের আকার অনুযায়ী এই মিশ্রণটি কমবেশি করে নিতে পারেন।
☘️৩, টব থেকে পুরনো কিছুটা মাটি তুলে নিয়ে সারের মিশ্রণটি টবের চারি ধরে দিয়ে গাছে জল দিতে হবে এবং গাছটি 2-3 দিনের জন্য ছায়ায় রাখতে হবে। (গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সারের মিশ্রণটি দিতে হবে)
☘️৪, 2-3 দিন পর দিনে 4-5 ঘন্টা রোদ আছে এমন জায়গায় গাছটি রাখতে হবে এবং 7 দিন পর থেকে সরষের খোল পচা জল পাতলা করে দশ দিন অন্তর অন্তর দিতে হবে।
☘️৫,15 দিন অন্তর অন্তর গাছে নিম অয়েল স্প্রে করতে হবে এতে করে কোনরকম পোকামাকড়ের আক্রমণ হবে না।
এইটুকু সামান্য যত্ন করলেই দেখা যাবে কিছুদিনের মধ্যেই গোলাপ গাছে অনেক পাতা এবং কুড়ি বের হবে এবং এই শীতে ভরে উঠবে আপনার বাগান গোলাপে।
ধন্যবাদ 🙏
i love red rose very much