আম
ফলের প্রকারভেদ
PDF ডাউনলোড করুন
আম (ইংরেজি- Mango), ভারতীয় উপমহাদেশীয় এক প্রকারের সুস্বাদু ফল। [২] কাঁচা অবস্থায় রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ রং হয়ে থাকে। আম ভারতের জাতীয় ফল হিসাবে পরিচিত। বাংলাদেশ এবং ভারতে যে প্রজাতির আম চাষ হয় তার বৈজ্ঞানিক নাম Mangifera indica। এটি Anacardiaceae পরিবারের সদস্য।[৩] তবে পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আমের বিভিন্ন জাত আছে[৪], যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসা, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপূরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী ইত্যাদি। ভারতের মালদহ , মুর্শিদাবাদ-এ প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে। আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছের প্রতীক হিসেবে নেওয়া হয়েছে।[৫] বাংলাদেশের রাজশাহী, নওগাঁ,চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। আমকে বলা হয় ‘ফলের রাজা’। এবং আম গাছকে বলা হয় জাতীয় গাছ।
আম
Mangifera indicaআপেল আমবৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসজগৎ:উদ্ভিদ(শ্রেণীবিহীন):সপুষ্পক উদ্ভিদ(শ্রেণীবিহীন):ইয়ুদিকটস(শ্রেণীবিহীন):রোসিডসবর্গ:সেপিন্ডেলসপরিবার:অ্যানাকার্ডিয়েসিয়েইগণ:ম্যাঙ্গিফেরাপ্রজাতি:এম. ইন্ডিকাদ্বিপদী নামম্যাঙ্গিফেরা ইন্ডিকা
কার্ল লিনিয়াসপ্রতিশব্দ
I love mango