5
26
মুক্তি দিলাম
রাকিবুল হাসান
আজ আর কোন কথা শুনবোনা
তুমি যেতে চাইলেও বাঁধা দিবোনা'
মুক্তি দিলাম তোমাকে ওগো সখি
তুমি ভালো থাকলেই আমি সুখি!
বহুদিন বহুরাত স্বপ্ন বুনেছি একসাথে
আজ থেকে বসবাস আমার খুব দূরত্বে;
রেখে দিও যতনে আমার স্বল্প কিছু সৃতি
আজ থেকে ভুলে যেও ভালোবাসা প্রীতি!
যদি তুমি সুখ পাও ভুলে গিয়ে আমাকে
তোমার সুখের জন্য ভুলে যাবো তোমাকে;
রাখবো পুষে আমি খুব করে যতনে
জেনে নাও থাকবে তুমি জীবনে ও মরনে!
nice post,golpo ta onk sundor