কবিতা : খুজেঁ ও পাই না তারে

2 15
Avatar for Rakibul287476
4 years ago

কবিতা : খুজেঁ ও পাই না তারে

বহুপথ আমি হেঁটেছি একা

তোমার আশায়

তোমার অপেক্ষায় ।

দুপাশের সারি সারি গাছের সাথে বন্ধু পাতিয়েছি

তোমার দেখা পেলে যেন

আমায় ডেকে বলে।

বাতাসের সাথে আমি

মিতালী করেছি

সে যদি তোমায় ছুতে পারে

তোমার কানে যেন আমার কথা বলে।

সূর্যের সাথে আমি মিত্রতা করেছি

তাইতো প্রখর রোদ্দুরে ও আমি

হেটে চলছি,

ক্লান্তহীন শরীরে শুধু তোমার খোঁজে।

পাখির কাছে মিনতি করেছি

এই যে পাখি,

বন্ধু আমার

দাও না খুঁজে তারে,

প্রিয়াও আমার প্রহর গুনছে

আমার অপেক্ষাতে ।

ফুলগুলো আজো দেখা হলে বলে

পেয়েছো কি খুঁজে তোমার প্রিয়ারে?

আমি শুধাই তারে ,

প্রিয়া আমার লুকিয়ে আছি

চোখের আড়ালে।

বন্ধু আমার নীল আকাশ

বলে দিও তারে

সে যেন আর থাকে না

একলা বসে ঘরে,

একটু যেন খোঁজে আমায়

তার হাতটা বাড়িয়ে ।

এই যে নদী, পাহাড়াদি

সবুজের বন

আমার প্রিয়াকে কি চেনো ?

দেখা হলে একটু বলে দিও

প্রিয় তাহার খুঁজতে তাকে

ঘর ছেড়ে আজ পথের বাঁকে,

আর যেন সে লুকিয়ে নাহি থাকে

প্রিয়া যে তার দেখা পেতে ব্যাকুল হয়ে আছে।।

লেখা : রাকিবুল হাসান

ছবি :সংগৃহীত

5
$ 0.00

Comments

Nice

$ 0.00
4 years ago

Nice poem bro...keep it up

$ 0.00
4 years ago