0
13
যেদিন শুনলাম মেয়েটার আগেও একটা প্রেমিক পুরুষ ছিলো,
সেদিন থেকেই,
আমি ধিরে ধিরে দূরত্ব বাড়াতে শুরু করি,
পনেরো দিনের মাথায় আমাদের বিচ্ছেদ টাও করিয়ে নিলাম বহু কলাকৌশলে।
বছর তিনেক পর,
একটা মেয়ে যখন শুনলো আমি আঘাতপ্রাপ্ত পুরুষ!
আগে কেউ আমাকে রিজেক্ট করেছে,
হুমড়ি খেয়ে পড়লো আমার জীবনে,
জীবন টা বদলে দিলো মাত্র কয়েক দিনে!
তখন বুঝলাম,
পুরুষ খুঁজে সতীত্ব!
আর নারী খুঁজে ব্যাক্তিত্ব!
লেখা ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
ছবি ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ