কবিতা

5 29
Avatar for Rakibul287476
4 years ago

কবিতা : স্বপ্ন কন্যা

এক শরতের বিকেলে

দেখেছিলাম তাকে

আমার রাতের স্বপ্ন কন্যা

দিনের আলোতে।

যেমন একেঁছি তাকে

মনের ক্যানভাসে,

সে ছিলো তেমনই চোখের সামনে।

লাল সাদা শাড়িতে

লাগছিলো পরী সে

এমন অপরুপা এ চোখ

দেখে নিই আগে।

কানেতে কানের দুল

হাতে বাহারি চুড়ি

আলতা রাঙানো পায়ে নুপুরে সেজেছে ভারি।

কপালের লাল টিপে

বিকেলের সূর্যটা

কাজল আঁকা ওই চোখে

গোধূলির বেলাটা।

কালো কেশেতে তার সন্ধ্যাটা লুকানো

মুখটা চন্দ্রিমা তার

হাসিতে জোছনা মাখানো।

রংধনু আজ তাই ভেবে নাহি পায়

আকাশ ছেড়ে কি তবে মাটিতে লুটাই।

আমি যে তার প্রেমে পড়েছি

এ মন হয়েছে চুরি।

ইচ্ছেরা আজ তাই মুখ ফুটে কথা কয়

বসি না একটু কাছে

তার আশেপাশে

কথা নাইবা হলো মুখে

হারাই তার চোখে বিনা অনুমতিতে ।

আজ না হয় দিনটা দেরী করে শেষ হোক

আমার স্বপ্ন কন্যা,

কিছুটা সময় শুধু আমারই হোক।

লেখা : রাকিবুল হাসান

13
$ 0.00

Comments

Wow it is a excellent poem.How nice to serial line by line .It is a wonderful poem .I like your poem very much.continu your writing skills in poem .

$ 0.00
4 years ago

অসাধারণ একটা কবিতা। এইভাবে আরো সুন্দার সুন্দার কবিতা লিখবেন। আর আমাদের সকলকে একটু বিনধোন দিবেন। ধন্যবাদ

$ 0.00
4 years ago

বেশ সুন্দর হয়েছে কবিতাটি।আরো ভালো ভালো কবিতা লিখে সামনের দিকে এগিয়ে যান ভাই।

$ 0.00
4 years ago

❤❤

$ 0.00
4 years ago