♥অভিমান♥
♥না বলা কিছু অভিমান জমে আছে আমার,
অভিযোগের অভিধানে।।
সবটা না হয় আক্ষেপই থাক,,
অল্প একটু মনের কোনে,,
খানিকটা লুকিয়ে গোপনে।
একটু খুঁজে ফের না হয়,,যদি চাও তবে,,
এক পশরা বৃষ্টির গানে,,
কিংবা
তোমার আমার গল্পটার শুরু যেখানে,,
না হয় একটু বসে প্রকৃতির নির্জনতায়,,
ভেবে আমায় আনমনে,,
একটু না হয় সুধাও তুমি,
উজ্জ্বল ঐ সূর্য পানে।।
মেঘমোল্লার ও আছে দেখো,,,
খেলছে তারা ঐ গগনে।।
জ্যোৎস্না ভরা চাঁদকে তুমি ডেকে এনে,,,
পারলে সুধাও,,
সমীর বয়ে যায় ঐ লগনে।
দেখো চেয়ে ফুল পাখিদের,,বুঝবে,,
তারা গায়ছে কি গান,,
কোন বেদনে।।।
তোমার আমার পদধ্বনি লেগে আছে শহর কোনে,,,,
মুগ্ধ হয়ে গল্প করার,,
মিষ্টি কিছু অবুঝ ক্ষণে।।
সাগর নদীরে সুধাও তুমি,,
বলবে তাদের কলতানে,,,,
কোন অভিমানে গাইছি এ গান,,,
লিখেছি আমার কাব্যখানে।।।
একটু না হয় রেখে আমায়,,
তোমার মনের সন্দিহানে,,
ভাবো তুমি,,পাবে খুঁজে,,
কি আছে ঐ অভিধানে♥