3
17
কখনো কি জোৎস্না মাখা
রাতের আকাশে
ঝলমলে তারা দেখার আনন্দ
উপভোগ করেছেন?
এখনো মনে পড়ে নানুবাড়ির গ্রামের সেই
জোৎস্না মাখা রাতের আকাশে তারা
দেখতাম আর জোনাকির
আলোতে একটা
অন্য রকম অনুভুতি পেতাম।
যা এখন আর খুজে পায় না,
দিশাহীন শহরে
কাজের আড়ালে
কাকের কণ্ঠে ঘুম ভাঙে
আর এক কাপ কফিতে সকাল শুরু,
পাই না সেই আদর্শ গ্রামের মাঠ পথে ডিনারের পরে
হেটে বেড়ানোর
অনুভূতি আর অনুভুতি
প্রবল একটা
সুন্দর উপভোগ্য বাতাশ,
মিস করতেছি
সেই গ্রামটাকে
যেখানে আমার শৈশব কেটেছে।
লেখকঃ রাজ খান।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া আমি আপনার ফ্যান হয়ে গেলাম। অসাধারণ লেখায় যুক্তি আছ।