চাকরি বিষয়টাকে আমি যোগ্যতা মনে করি।
আপনি কেন চাকরি খুজবেন?
আপনার যোগ্যতা থাকলে চাকরী
আপনাকে খুজে নেবে।
১ বছর আগে যোগ্যতা কম ছিলো।
ফেসবুক প্রেম ৪বছরের।
বিয়ে পযন্ত ঠিক হয়েছিলো।
গার্লফ্রেন্ড চাকরি চাকরি
করে সারাদিন ঝড়গা করতো।
অবশেষে ব্রেকআপ করলো।
ভেঙে পড়েছিলাম।
৭মাস ঠিক মতো খাওয়া দাওয়া করি নি।
গিটার ছেড়েছি
গান ছেড়েছি।
ভলি ফুটবল
এমন গার্লফেন্ড আমার যা যা পছন্দ করতো সব ছুড়ে ফেলে দেয়।
আজ ব্রেকআপের ১বছর পূর্ন হলো।
এই সময়ে অনেক যোগ্যতা আমার,
আজকে শত শত মেয়ের প্রোপোজাল
আসতেছে
এই প্রেম ভালোবাসা ভুলে গেছি,
টাকায় যদি সব কিছু হয় জীবনের
তবে টাকাকেই ভালোবাসি।
৭মাসের কষ্ট মুছলো এখন
কারণ বাজার করতে গিয়ে
এক অফিসারের সাথে পরিচয় হলো
সে নিজেই ডেকে ভিজিটিং কার্ড দিলো।
এবং সিভি রেডি করে কালকে ইন্টারভিউতে যেতে বললো,
আর বললো একটি বাইক ও দেবে।
তবে আজকে যদি গার্লফ্রেন্ড সাথে খুব খুশি হতো।
কিন্তু এখন বুঝতেছি
সে আমায় নয়
আমার চাকরিকে ভালোবেসেছিলো।
নিজের বাস্তবতাকে লিখলাম,
দোয়া করবেন সবাই,
চাকরিটা যাতে ভালোভাবে করতে পারি।
ধন্যবাদ সবাইকে পুরোপুরি বাস্তবতা পড়ার জন্য।
আমিও অনেক জেদি
একদিন দেশ সেরা সেলিব্রেটি হবোই।
#রাজ_খান_সেলিব্রেটি
Job is not so available in our country. We all should be self dependent. We should abandon the thought of doing job. We can be entrepreneurs also.