আধুনিক বিশ্বে সাক্ষরতা এত গুরুত্বপর্ণ কেন?কারনগুলো কয়েকটি বেশ সুস্পষ্ট যেমন, ফরম পূরণ করার প্রয়োজনীয়তা অথবা একটি ভালো চাকরি পাওয়া। কিন্তু প্রধান কারনটি ব্যপকতর। আধুনিক জীবনের কঠিন উদ্যোগসমূহ নির্ভর করে বিভিন্ন স্থানে বসবাসকারী নানা রকম বিশেষত্বের অধিকারী অনেক মানুষের সহযোগিতার উপর। যেখানে যোগাযোগ ব্যর্থ, সেখানে উদ্যোগও ব্যর্থতায় পর্যবসিত হয়। জাতীয় সাক্ষরতার কাজ হলো দেশভিত্তিক কার্যকরী যোগাযোগ রক্ষা করা। বছরের পর বছর ধরে আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম হলো প্রচলিত জাতীয় ভাষা যা পরিচালিত হয় জাতীয় সাক্ষরতা দ্বারা। শুধুমাত্র পরিপূর্ণ সাক্ষরতাই পারে বিধ্বস্ত হওয়া ছাড়াই টাওয়ার নির্মাণ করতে, সঠিক ভিবে ব্যবসায় পরিচালনা করতে এবং উড়োজাহাজ উড়াতে। সকল দেশভিত্তিক যোগাযেগ, হোক তা টেলিফোনে, রেড়িওতে, টিভিতে অথবা লিখিত, সাক্ষরতার উপর নির্ভরশীল কারন সাক্ষরতার মূলকথা শুধুমাত্র পড়া বা লেখা নয় বরং প্রচলিত শিক্ষিত ভাষার কার্যকরী ব্যবহারও।
5
21
আধুনিক বিশ্বের জন্য সক্ষরতা খুব গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্ব গঠনে এই গুরুত্বপূর্ণ বিয়টি বিবেচনায় আনতে হবে।