অনেকেই জীবনকে অস্যম্ভাবী হিসেবে মেনে নেয়। আমরা জানি যে একদিন আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। কিন্তু অস্বাভাবিক ভাবে আমরা দীর্ঘ জীবন কামনা করি। যখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তখন মৃত্যু আমাদের কাছে কাল্পনিক বলে মনে হয়। আমরা এটির কথা ভাবি না বললেই চলে। আমরা তুচ্ছ/বাজে কর্মকান্ড চালিয়ে যেতে থাকি এবং নিয়ন্ত্রনহীন এই জীবনের প্রতি মোটেই দৃষ্টিপাত করি না। এটি ঠিক সেই পুরাতন প্রবাদ বাক্যের ন্যায়, " দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না"। আমি প্রায়ই ভেবেছি যে মানুষ যদি প্রাপ্ত বয়সের শুরুতেই কিছু অন্ধ ও বধির থাকতো তাহলে এটা মানব জাতির জন্য আশীর্বাদ হত। অন্ধকার তাদেরকে দৃষ্টি ও শব্দের আনন্ত সম্পর্কে শিক্ষা দিতে পারত।
5
16
Thanks four your information. It is great and nice article.