5
23
একই দেশের ভিন্ন ভিন্ন বিভাগের পোশাক আলাদা হয়। বিভিন্ন রঙের পোশাক ব্যাবহৃত হয়। যেমন- কালো, ধূসর, নীল ইত্যাদি। তবে জলপাই রঙ শত্রুর চোখে ভ্রম তৈরি করতে পারে। তাই জলপাই রঙের পোশাক বেশি ব্যবহৃত হয়।
সেনাবাহিনী পোশাক
বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরণের পোশাক দেখা যায়। সেরামোনিয়াল ও কমব্যাট। সেরামোনিয়াল পোশাক এক বাহিনী থেকে অন্য বাহিনীতে ভিন্ন ভিন্ন দেখা যায়। এগুলো বাহিনীর ঐতিহ্য, সংষ্কৃতি ধারণ করে। অন্যদিকে কমব্যাট পোশাক বিশেষভাবে তৈরি করা হয়। যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখেই মূলত এই পোশাক তৈরি হয়।
💞😌