ফটোগ্রাফি ও গল্প

0 8
Avatar for Rafsan3
4 years ago

১৯৮১ সাল থেকে, প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক শান্তি দিবস' পালিত হয়ে আসছে। এটি জাতিসংঘ কর্তৃক প্রস্তাবিত একটি দিন যা প্রতিবছর সমস্ত জাতি এবং জনগণ উভয়ের উদ্দেশেই শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্য পালিত হয়। বিশ্বের সকল দেশ ও সংগঠন যথাযোগ্য মর্যাদার সাথে এদিবসটি পালন করে থাকে।

এই দিনে সবাই যুদ্ধ থেকে বিরত থাকবে।তবে ২০২০ সালে এটা স্পষ্ট যে আসলে আমরা নিজেরা নিজেদের শত্রু নই।করোনা ভাইরাস পুরো বিশ্বকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছে।বিশ্বকে রক্ষা করতে মানবজাতির এখনই ঐক্যবদ্ধ হবার সময়।

তাই এবছর, আন্তর্জাতিক শান্তি দিবসের থিম হচ্ছে - “Shaping Peace Together.”

ভলান্টিয়ার অপরচুনিটিস সবসময় সেচ্ছাসেবায় অনুপ্রাণিত করে আসছে।আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানো এবং সহযোগিতাপূর্ণ মনোভাব বাড়ানোর বিকল্প নেই।

Volunteer_for_Peace এই স্লোগানে পুরো সেপ্টেম্বর মাসটিকে উদযাপন করছি আমরা। শান্তির বার্তা ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি গল্প লেখা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা !

#গল্প_লেখা

এমন সব গল্প যা সামাজিক শান্তির গুরুত্ব তুলে ধরবে।সাম্প্রদায়িকতা,যুদ্ধ, সহিংসতা, গোষ্ঠীগত বা রাজনৈতিক বিবাদের নেতিবাচক প্রভাব তুলে ধরে শান্তির আহবান জানাবে।মানবিকতা,সহনশীলতা ও বন্ধুত্বপূর্ণ এক পৃথিবীর চিত্র তুলে ধরবে।

আগামী ২২সেপ্টেম্বর পর্যন্ত আপনার লেখা গল্পটি ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিন এই মেইলেঃ volunteeropportunitiesbd@gmail.com

সেরা ১০টি গল্প প্রকাশিত হবে ভলান্টিয়ার অপরচুনিটিসে।

প্রথম তিনটি গল্প নিয়ে তৈরী হবে

শর্ট ফিল্ম!🎞

শর্তাবলিঃ

১.গল্পটি মৌলিক হতে হবে।

২. শব্দ সংখ্যা ৫০০-১৫০০এর ভেতর হতে হবে।

#ফটোগ্রাফি প্রতিযোগিতা।

শান্তির বার্তা প্রদর্শন করে এমন সব ছবি দিতে হবে। এমন সব ছবি যা সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তুলে ধরবে।ধর্ম জাতি গোষ্ঠী ভেদাভেদ ভুলে একতার আহবান করবে। কিংবা মানবিক সম্পর্ক তুলে ধরবে।মানুষের পারস্পরিক সহযোগিতা, ভাতৃত্ববোধ,সামাজিক সৌহার্দ্য, যুদ্ধ- -সহিংসতা-সাম্প্রদায়িকতা বিরোধী বার্তা প্রকাশ করবে এমন সব ছবি হতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আপনার

তোলা সেরা শান্তিপূর্ণ ছবি গুলো পাঠিয়ে দিন এই মেইলেঃ volunteeropportunitiesbd@gmail.com

সেরা ২০টি ছবি নিয়ে ভলান্টিয়ার অপরচুনিটিস প্রকাশ করবে পিস এলবাম! প্রথম ৫বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার!📸

শর্তাবলিঃ

১.মৌলিক ছবি হতে হবে।

২. ছবির সাইজ ৫এমবির ভেতর হতে হবে।

৩. মোবাইল বা ডিএসএলআর বা যেকোনো ডিভাইসের ছবি হলেও চলবে।

৪.ছবির সাথে আপনার নাম আর ছবির ক্যাপশন দিতে হবে।

অংশ নিন গল্প কিংবা ফটোগ্রাফি প্রতিযোগিতায়।আর ছড়িয়ে দিন শান্তির বার্তা!

যেকোনো তথ্যের জন্য পেজের ইনবক্সে যোগাযোগ করুন।

1
$ 0.00
Avatar for Rafsan3
4 years ago

Comments