শৈশব কালের কিছু সৃতি।

0 9
Avatar for Rafiul-Alam
4 years ago

ছোটবেলা আমাদের জীবেন সবচেয়ে সুন্দর সময় ছিলো। এই সময়ে সবসময় মজাই করতাম। কোন বাধাছিলো না। ছোট বেলার কথা মনে পড়লে আমাদের সবারই মন খারাপ হয়ে যায়। মনে পড়ে সব পুরনো দিনের কথা। আম, জাম , খেজুরের রস চুরি করে খাওয়ার কথা। সবাই একসাথে গোসল করতাম নদীতে।

আমরা ৫ বন্ধু একসাথেখুব মজা করতাম। সাগর, আমি, ইমন, ফেরদোস, শান্ত। সবাই খুব সুন্দর মতো মানিয়ে নিতাম। সবাই খুব দুষ্টামি নিয়ে থাকতাম।

বৃষ্টির দিনের ফুটবল খেলাকে খুব মিস করি। ঝড় হলে আম কুড়ানোর কথাও মনে পড়ে খুব।

সবাই গুটি খেলাম। আবার মুরগী চোরও বানাতাম।

হা হা হা মনে পড়লে এখনও মজা লাগে সেই কথা গুলো ভেবে। সবাই একসাথে হিসু করতাম দেখতাম কারটা বেশি দূর যায়।

আগের দিনে খেজুরের রস পওয়া যেত। পাওয়া যেত আখ। খুব মজা করে খেতাম। শাপলা ফুল তুলতে যেতাম নদীতে।

আস্তে আস্তে দিন গুলো হারিয়ে যাচ্ছ। হারিয়ে যাচ্ছে জীবনের সব কিছুই। কঠিন হয়ে যাচ্ছে জীবনটা

সময় হয়ে যাচ্ছে কঠিন। আমাদের বন্ধুরা আস্তে আস্তে হারিয়ে গেলো। যে যার কাজে ব্যাস্ত হয়ে পড়েছে। এখনও কথা হয় কিন্তু ফোনে। কিন্তুু আর মজা হয় না। লোকচুরিও খেলা হয় না। গুল্লা পাক ও খেলা হয় না। খেলা হয় না হা ডু ডু।

আর সময় হয় না কারো। সময় আস্তে আস্তে কমে যাচ্ছে সবার। সবাই নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে গেছে। ব্যাস্ততার ভরে ভুলেই যাই আমরা কেমন ছিলাম ছোট বেলা।

ছোট বেলা কখনও ভুলবার হয়।

💕💕💕💕💕💕💕আশাকরি সবার ভালো লাগবে পড়ে💕💕💕

1
$ 0.00
Avatar for Rafiul-Alam
4 years ago

Comments