0
8
তার চেয়ে বরং
ধংস আসুক,
দেশটা আবার
পৌত হয়ে,
দেশ প্রেমিকের
সপ্ন হাসুক।
যেই দেশের বিবেক
কেবল প্রলাপ বকে
গায় সার্থের গান,
আয়রে প্রলয়
প্রবল বেগে
যা নিয়ে যা
ছদ্মবেশীর প্রাণ।
যেথায় মানব সেবায়
ব্যবসা চলে,
গুম হতে হয়
সত্য বলে
সেথায় বিবেক
পুড়ুক দাবানলে ।
যেই দেশে
সংক্রমণের মৃত্যু মিছিল
বাড়ছে দিনে দিনে
এতো পাওনা মোদের
পড়ে আছি যে ঋণে।
যেই দেশের আমলা
কেবল হরিলুটে মত্ত
সে জাতি ধংস হবে
অপঘাতে এই চরম সত্য।
তার চেয়ে বরং
মৃত্যু আসুক
বাংলাদেশ হউক
নিচিহ্ন এক সভ্যতার নাম।
মোঃ জাহিদ হাসান রাফি।