Rap In Bangladesh

0 6
Avatar for RaHat007
3 years ago

হুট করে ধর্ষণ মহামারী আকার ধারন করেছে বলে ভাবছেন? মনে হচ্ছে না এরকম যে আচমকা দেশের সব পত্রিকায় সমানে রেপের নিউজ আসছে? মানে দেশের পুরুষজাতি হঠাৎ রেপিস্ট হয়ে গেল কেন এরকম ভাবনা আপনার মাথায় আসছে?

ঘটনা কিন্তু এরকম না। অগণিত "রেপ" এর ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে দেশের আনাচে কানাচে। এবং এইসব ঘটনাকে সাংবাদিকগণ সংবাদযোগ্য মনে করেন নি এতদিন। এখন চাঞ্চল্যকর দুই তিনটা ঘটনায় সকলের মনোযোগ এদিকে তাই সারাদেশের খবর উঠে আসছে। কারন এখন লোহা গরম আছে। এই সময়ে ধর্ষণের খবর পত্রিকার, কাগজের, অনলাইন নিউজ মিডিয়ার টিআরপি বাড়াবে তাই গ্রামে গঞ্জে জেলায় সব খবর সামনে আসছে!

আর যেই ভিডিও আপনারা দেখেছেন, নির্যাতিত হওয়ার সময় প্রতিটা ঘটনাই এরকমই হয়, কোন মেয়েই আপোষে রেপড হয় না। শুধু ভিডিও দেখে আপনার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়, নিউজ দেখে হয় না! আপনি নিউজের হেডলাইন পড়ে ভিতরের খবরও নেন না। কিন্তু প্রতিটা নির্যাতন এমনই লোমহর্ষক হয়। এমন হলে আসলেই মুশকিল ভাই ও বোনেরা! বিচারের জন্য তাহলে তো ১৭ কোটি মানুষের ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ভিডিও থাকতে হবে, সেই ভিডিও অনলাইনে আসতে হবে!

দেলোয়ার বাহিনী এই নির্যাতন করে নিজেরাই ভিডিও করেছে, নিজেরাই পাবলিশ করেছে। এরা পাশবিক বর্বর এবং একই সাথে চূড়ান্ত স্টুপিড। কিন্তু সব অপরাধীরা এত বলদ না, সবাই ভিডিও করে নিজের অপরাধের প্রমান রাখে না, রাখবে না। তো এই ভাইরাল আর অনস্ক্রিন বিচার কালচারে কয়টা ঘটনার বিচার হবে?

আমি সবসময় বলি নিরাপত্তা একক কোন বিষয় না, এটি সামগ্রিক ব্যাপার। সমগ্র দেশের সব মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে আপনি ভিআইপি বলে ছাড় পাবেন না। ট্রান্সকম গ্রুপের মালিকের মেয়ে নিজ বাসায় রেপড হয়ে খুন হয়েছিল, সিলেটের মেয়েটা নিজ স্বামীর সাথে নিজ প্রাইভেট কারে বসা ছিল। পুরো সমাজ নষ্ট হলে আপনি শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় নিরাপদ ভাবলে ভুল ভাবছেন!

সবাই মিলে একমত হোন, সামগ্রিক নিরাপদ সমাজ বিনির্মানে কথা বলুন, আইন সংশোধন করুন, পুলিশকে, প্রশাসনকে এক্টিভ করুন, তথ্য দিন, আওয়াজ তুলুন, মিডিয়ায় আলোচনা হোক, নিজের ভাই, বন্ধু, সন্তানকে মানুষ বানান, নিজে মানুষ হিসেবে সামনে আসুন। মহামারী সে করোনা হোক আর নারী নির্যাতন, এর প্রকৃতি হল সমাজতান্ত্রিক। "নগরে লাগলে আগুন দেবালয় কি এড়ায়?"।

নিজেকে ভি আই পি ভাবছেন, দেবতা ভাবছেন? আপনার দেবতার আসন, ভি আই পি আবাস, ক্ষমতার জোর কাজে লাগবে না যেদিন দূর্ঘটনা ঘটবে! যে যেখানে আছেন সেখান থেকেই আওয়াজ তুলুন। এখন ক্যাচালের সময় না। ভাবুন, কন্ঠ তুলুন, লিখুন, সচেতন হোন, সচেতন করুন!

নিজের দেশ চোখের সামনে শ্বাপদের অভয়ারণ্যে পরিণত হবে আর আপনি আমি কতকাল চোখ বুজে থাকব বলুন???

2
$ 0.00
Avatar for RaHat007
3 years ago

Comments