বড় বড় শপিং মলগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে মানুষ ভেতরে ঢুকে বিভ্রান্ত হয়ে পড়ে। স্থপতিরা ইচ্ছাকৃতভাবে এমন ডিজাইন করেন যাতে কোনো ক্রেতা মলে ঢুকলে তার আসল উদ্দেশ্য ভুলে যায় এবং বাইরের দুনিয়া সম্পর্কে বেখেয়াল হয়ে যায়। এতে সে বেশি সময় সেখানে অবস্থান করবে এবং কেনাকাটা করার সম্ভাবনাও বেশি।
শপিংমলগুলোর এমন ডিজাইনকে বলা হয় Gruen transfer বা Gruen effect. অস্ট্রিয়ান স্থপতি ভিক্টর গ্রুয়েন সর্বপ্রথম এমন ম্যানুপুলেটিভ ডিজাইন আবিস্কার করেছেন। তার নামানুসারেই এটির নামকরণ করা হয়েছে।
ঠিক বলেছেন ভাই,