2
13
কাল সারারাত বৃষ্টি হল।বাড়ি থেকে বের হলেই কাদা পায়ে মাড়িয়ে যেতে হচ্ছে।তার উপর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলার কারণে আরো বেশি কাদা হয়ে গেছে।বাড়িতে মেহমান আসল।সারারাত বৃষ্টির পর সারাদিন কাঠফাটা রোদ।মনে হয় এই বুঝি পিঠের চামড়া পুড়ে যাবে।সারাক্ষণ তৃষ্ঞা লেগেই আছে।ঠান্ডা পানি খেলাম,তবু বুঝি এ তৃষ্ঞা শেষ হবার নয়।এরকম গরমের দিনে কি আর দুপুরের খাবার খাওয়া যায়?খেয়েও শান্তুি নাই।একটু জিরাবো তারও ফুসরত নেই।দপুর গড়িয়ে বিকেল হল।এই বুঝি একটু প্রশান্তির ছায় নেমে এল।তার সাথে হালকা বৃষ্টি।কি এক প্রশান্তি!এই বুঝি ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল।একটু হাঁটতে বের হও কি এক সুখের হাওয়া।মনটা জুড়িয়ে গেল।পুব আকাশের দিকে তাকালাম বড় গাছগুলোর উপর দিয়ে চাঁদের মত বাকানো এক ফালি রংধনু।কি মায়াবী!সারাদিন প্রকৃতির এত দুঃখ-কষ্ট কি ছিল শুধুমাত্র একটি রংধনুর জন্য?