OSPE

0 14
Avatar for R_P_Emon
3 years ago

OSPE

(Objective Structured Practical Examination)

মেডিকেলের পোলাপাইনদের কাছে খুবই সুখকর এক বিষয়, এতো সুখ.....যে viva র দিন সকালে সুখের জ্বালায় দাড়ানো পর্যন্ত যায় না এর জন্য😅😅

এই সেই OSPE, যার জন্য first year এ বায়োকেমিস্ট্রির ম্যামের কাছে গাধা উপাধি পাইসিলাম, কারণ আমি জানতাম না কি এই OSPE

আসুন জানি কি এই OSPE

OSPE কোন সাধারণ পরীক্ষা না, মানের বিচারে পুলসিরাত পার হওয়ার সমপর্যায় না হইলেও, এটা আপনারে প্রফের পুলসিরাত পার হওয়ার তেমনই এক সুখকর অনুভূতি দিতে বিন্দুমাত্র কম কিছু হবে না,

এ যেন পরীক্ষার দিন সকালে, পোলাপাইনদের কাছে এক মরার উপরে খাড়া ঘা,

যেখানে viva র চিন্তায় আপনার উপর নীচে সব লক হইয়া থাকে,

সেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে দৌড়ায় নেকামী করা,চারটে খানি কথা না

আগেই বলসি, এ বিশাল এক সুখকর আর, আরামদায়ক পরীক্ষা, এতো আরাম দিবে যে, আপনারে পরীক্ষার মাঝেও resting station নামে এক জায়গায় বসায় হাওয়া বাতাস খাওয়ার সুযোগ দিবে,

এই হাওয়া বাতাস খাওয়ার মাঝে আপনি দেখবেন, আপনার বন্ধু আর, বান্ধবীরা কেমনে বুলেটের বেগে হাত চালাইতেসে,

জোস লাগে দেখতে

আমি হাওয়া খাচ্ছি আর, অন্যরা লিখতেসে🥴🥴

OSPE র ও আবার অনেক নেকামী আছে

সেখানে আপনারে procedure station নামক জায়গায় কিছু নেকামী করা লাগবে, নেকামী করা আগে থেকে শিখে না গেলে আপনি মারা,

sure মারা

সর্বোপরি, viva র দিন সকালে এই OSPE বিশাল এক বিনোদন দিবে(আপনারে না, কলেজের বেল বাজানো স্টাফ দের আর কি)

🙂🙂

এখন কেউ আমারে একটু বুজাক, এই OSPE র দরকার টা কি actually, এই যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে,round the circle পুরা ল্যাবে চক্কর কাটা, দুই মিনিটে কি সব answer লিখা, এর ফায়দা টা কি,clinical life, academic life কোন জায়গাতেই এর ফায়দার চেয়ে ভোগান্তি বেশী

viva র আগের দিন যেখানে আপনার পড়তে পড়তে নাক মুখ দিয়ে ধুয়া বাইর হয়, সেখানে এই OSPE র জন্য আপনার আলাদা সময় দেয়া লাগে,

আর please....OSPE র পড়া আর, viva র পড়া এক, এটা নিয়ে কেউ যুক্তি দিয়েন না, এই ভোগান্তি শুধু undergraduate level না, post graduate level এ ও নাকি আছে,

এর চেয়ে ভালো clinical oriented questions দিয়ে, পোলাপাইনরে judge করা, viva oriented ও হইলো, পড়ারও interest আসলো,আর নেকামী ও করা লাগলো না।

আমার এই পোস্ট just lame বিনোদন ছাড়া যদিও আর কোন impact ফেলবে না জানি but আমি যদি কখনো তেমন কিছু হই বা, কেউ যদি জিজ্ঞেস করে মেডিকেল curriculum এ কি কি change আনবা?

আমি প্রথমেই viva র দিন এই OSPE উঠায় দিতাম, by any means

viva তে definition নামক জিনিস strictly banned করতাম

Strictly banned যারে বলে,

আর, viva র মার্কস কমায়, written আর, clinical oriented questions এ emphasize করতাম,cause viva টা না আপনার ফেস ভ্যালু দিয়ে অনেক সময় influenced হয়, যেটা হওয়া উচিত না actually

সর্বোপরি, আমার জীবনে কয়েকটা প্রফের অনুভূতি থেকে বললাম এসব,

hope to see a better curriculum for our junior in near future

Thanks

Sponsors of R_P_Emon
empty
empty
empty

1
$ 0.00
Sponsors of R_P_Emon
empty
empty
empty
Avatar for R_P_Emon
3 years ago

Comments