6
10
টেবিলে বসে লিখছিলাম, হঠাৎ কানটা গরম অনুভূত হলো। পিছনে তাকিয়ে দেখি, আম্মু কটমট মেজাজ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমাকে কিছু না বলেই চিল্লাতে শুরু করল, "সারাদিন টেবিলে বসে এই করিস তাহলে? আমরা ভাবি, কত্ত পড়তেছিস তুই! আর এদিকে তুই, পড়ালেখার নাম নাই, খাতার পাতাগুলো নষ্ট করতেছিস শুধু এভাবে? তুই কি এখনো ছোট আছিস? তোর ছোটভাইও তো এভাবে খাতার পেজ নষ্ট করে না! কবে তোর কাণ্ডজ্ঞান হবে? খাতা কিনতে টাকা লাগে না? যখন নিজে রোজগার করবি, তখন বুঝবি এক টাকারও কত দাম! না, আমি আর কিছু বলব না। তোর যা খুশি কর!"
এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতেই আম্মু বের হয়ে গেল রুম থেকে। আমি শুধু এতটুকু বলার সুযোগ পেলাম না যে, "আমি জৈব যৌগের সমানু প্রাক্টিস করছিলাম!"
হা হা হা। খুব সুন্দর হয়েছে প্রিয়। মনটা খারাপ থাকা সত্ত্বেও তোমার এই গল্পটি পড়ে আমি খুব মজা পেলাম। মনের খারাপ লাগার দিকটিও এখন ভালো হয়ে গেছে প্রিয় তোমার এই গল্পটি শুনে। অসংখ্য ধন্যবাদ তোমাকে অন্তরের অন্তরস্থল থেকে। সবসময় ভালোবাসা রইল তোমার জন্য। এগিয়ে যাও।