ক্ষমার জন্য

0 5
Avatar for RAHAT29
3 years ago

ধর্ষণের জন্য নারীর পোশাকই দায়ী বলে মন্তব্য করে সমালোচিত হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে অনন্ত জলিল বলেন, শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হয় না। পোশাক ভালো না হলে তার শরীর-ফিগার দেখে বাজে স্বভাবের লোকজন ধর্ষণের উস্কানি পায়।

ভিডিওটিতে অনন্ত জলিলের এমন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হতে থাকে। ইতোমধ্যে অভিনেত্রী মেহের আফরোজন শাওন তো অনন্ত জলিলকে বয়কট করারও ঘোষণা দেন ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে। 

এই পরিস্থিতিতে নিজের ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অনন্ত। তিনি বলেন, 'গতকালকের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার কথা বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন, আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন। তবে মন্তব্য নিয়ে আমি কোন বিতর্কে জড়াতে চাই না। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।'

সমালোচনার জের ধরেই ভিডিওটি ডিলেট করেন অনন্ত। পরে মন্তব্যের বিতর্কিত অংশটুকু সম্পাদনা করে পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, 'আমি কোন বিতর্কে জড়াতে চাই না, তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।'  

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments