মৌমাছির সেক্সুয়াল লাইফ

4 26
Avatar for Pluto.725
4 years ago

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন - পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে এক বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথাটির ব্যাপক তাৎপর্য রয়েছে। যাহোক সেকথা অন্যদিন ।

মৌমাছি আল্লাহর রহস্যময় সৃষ্টিজগতের এক চমৎকার নিদর্শন। আল কুরআনে মৌমাছির নামে একটি সূরা আছে। সূরা নাহল (মৌমাছি), এ সূরার ৬৮ ও ৬৯ নং আয়াতে আল্লাহ বলেছেন-

"আপনার পালনকর্তা মধু-মক্ষিকাকে আদেশ দিলেন: পাহাড়ের গায়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরি কর।"

"এরপর সর্বপ্রকার ফল থেকে আহার কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।"

যা হোক, আসুন মৌমাছির সেক্সুয়াল লাইফ নিয়ে কথা বলি:

মৌমাছির sex (যৌনক্রিয়া) একটু ব্যতিক্রমী।

একটা মৌচাকে মাত্র একটাই রানী থাকে আর অসংখ্য পুরুষ মৌমাছি বা Drone থাকতে পারে।

রানী মৌমাছির প্রাপ্তবয়ষ্ক হতে সময় লাগে ১৬ দিনের মতো। আর পুরুষ ড্রোনের লাগে ২৪ দিন। রানী যৌবনপ্রাপ্ত হলেই যৌন কাজে লিপ্ত হয় যাকে ইংরেজিতে বলে mating। মেটিং করে শূণ্যে উড়ন্ত অবস্থায়।

মেটিংয়ের পূর্বে রানী আকাশে উড়াল দেয়। পিছে পিছে পুরুষ মৌমাছিরাও উড়াল দেয়। পুরুষদের মধ্যে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে একজন রানীর সঙ্গে মিলিত হতে পারে। মিলিত হবার পর পুরুষের পুরুষাঙ্গ (Endophallus) আর বের হয় না। তখন পুরুষটা তার পুরুষাঙ্গটার আশা ছেড়ে দিয়ে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং পুরুষটার তলপেটের অংশসহ পুরুষাঙ্গটা রানীর দেহে আটকে থাকে। পুরুষটা বিচ্ছিন্ন হবার পরই দুর্বল হয়ে মাটিতে পতিত হয় এবং মারা যায়।

এরপর একই উড়ালে অন্য পুরুষও সুযোগ নিতে চায়। সেক্ষেত্রে ঐ পুরুষটাকে পূর্বের পুরুষটার আটকে থাকা যৌনাঙ্গ বা Endophallus টা সেখান থেকে তাকেই বের করতে হয়।

তারপর নতুন পুরুষটা মিলিত হতে পারে। মিলিত হবার পর একই রকমের ঘটনা ঘটে।

এরপর আবার অন্য কোন ড্রোন যদি মিলিত হতে চায় তবে পূর্বেরটার মতো কাজ করতে হয় এবং তারও ক্ষেত্রে এমনটা ঘটে। এভাবে প্রায় ৮-১০ টি বা তারও বেশি ড্রোন রানীর সাথে একই উড়ালে মিলিত হতে পারে।

এভাবে যে পুরুষ মৌমাছি রানীর সাথে মিলিত হবে তারই প্রাণ যাবে। তাই এই মিলিত হওয়াকে বলা হয় Suicide Mating.

একটা ফ্লাইটে যতবারই মিলিত হোক, সব মিলিয়ে প্রায় ১০ কোটি পর্যন্ত স্পার্ম (Sperm) রানীর Oviduct এ জমা হতে পারে।

আর রানী সারাজীবনভর এই স্পার্ম ব্যবহার করে ডিম দিতে পারবে। তার আর কখনও কোন পুরুষ মৌমাছির সাথে মিলিত হবার দরকার হয় না।

শুধু কি তাই? তার পেট থেকে জন্ম নেয়া রানী মৌমাছিও যদি তার জীবনে কখনো সেক্স না করে তাহলেও তার রাজত্ব চলবে এবং ডিম ও বাচ্চা দিতে সক্ষম হবে। এটাও একটা বিশেষত্ব।

রানীর কোন কাজ নেই। চারপাশে শত শত কর্মী ঘুরঘুর করে তার সেবা করার জন্য।

তাকে খাওয়ায়, মুখ মুছে দেয়, তার গা পরিষ্কার করে দেয়। আর রানী শুধু বসে বসে ডিম পাড়ে। একদিনে সর্বোচ্চ ২০০০ ডিম পাড়তে সক্ষম। তাই মৌমাছির রানীকে বলা যায় ডিম পারার যন্ত্র!

তবে বয়স, পরিবেশ এবং তাপমাত্রার উপর ডিম পারার হার কম-বেশি হতে পারে।

রানীর জীবনকাল ২ থেকে ৩ বছর।

এখন প্রশ্ন হলো যখন বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করা হয়, তখন তো আবদ্ধ অবস্থায় থাকে। তখন কি এভাবে Mating Flight হয়? না হলে ডিম কিভাবে দেয়?

সাধারণত মিলিত হবার পরই রানীকে arrest করা হয় বা বাক্স বন্দি করা হয়। আর জীবনে একবার মেটিং করলে তার আর বাকী জীবনে পুরুষ মৌমাছির সাথে সেক্স করার দরকার হয় না।

মৌমাছির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে, আদৌ যদি কোন পুরুষের সাথে রানী মিলিত না হয়, তবুও রানী মৌমাছি ডিম দিতে সক্ষম।

আর যদি ছোট্ট অবস্থাতে রানীকে Arrest করা হয় এবং বাক্সবন্দি করা হয়, এবং সেক্স করার সুযোগ না পায় তাতেও বংশ বিস্তারে কোন সমস্যা হয় না। হয়তো রাণীর মেটিং ফ্লাইট নাও হতে পারে। তবে বাক্স বন্দি থাকলেও তাদের বের হতে বাধা নেই। রানী মৌমাছিটি Elopement করতে পারে। রানী বাক্স থেকে বেরিয়ে মেটিং ফ্লাইট করতে পারে।

6
$ 0.00
Avatar for Pluto.725
4 years ago

Comments

Nice Article

$ 0.00
4 years ago

good post

$ 0.00
4 years ago

Thank you so much 😊

$ 0.00
4 years ago