ফুটবলে আমার প্রথম হিরো রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান। আর, প্রথম ভালবাসা কাকা। ততদিনে ফুটবলের সাথে আমার প্রেম হয়ে গেছে, তখন এসি মিলানের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। সেই অদম্য উপস্থিতি তাকে সেই সময়ের প্রতাপশালী এসি মিলানের নিয়মিত একাদশে যায়গা পোক্ত করে দেয় পর্তুগিজ তারকা রুই কস্তাকে সরিয়ে। তার গতি, সৃষ্টিশীল পাসিং, গোল স্কোরিং দক্ষতা আর ড্রিবলিং তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। সেসময় বিশ্ব ফুটবলের যারা সেরাদের সেরা ছিলেন, তিনি তাদের একজন। সেরাদের তালিকায় ২০০৭ সালে তার ধারেকাছেও কেউ ছিলেননা। মোট ১০৪৭ পয়েন্ট পেয়ে ফিফা ব্যালন ড'অর এর বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছিলেন ৫০৪ পয়েন্ট। মিলানের হল অব ফেমে জায়গা করে নেওয়া এই তারকা সেসময়কার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ফি তে ২০০৯ এ পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। দীর্ঘ মেয়াদি ইঞ্জুরি এবং পরে বারবার চোট জর্জরিত হয়ে দুঃস্বপ্নের চার মৌসুম শেষে আবার ফিরে আসেন মিলানে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো এবং পরিশেষে ঘরের ক্লাব সাও পাওলোতে যাত্রা শেষ করেন।
ফুটবল ইতিহাসে মাত্র ৮ জন খেলোয়াড় ক্যারিয়ারে ওয়ার্ল্ড কাপ, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ড'অর তিনটিই জিতেছেন। কাকা তাদের একজন। ব্রাজিলের হয়ে জিতেছেন একটি ওয়ার্ল্ডকাপ এবং দুটি কনফেডারেশন কাপ। ২০০৭ এ কোপা আমেরিকা জয়ী দলটিরও অপরিহার্য সদস্য ছিলেন তিনি, কিন্তু ক্লান্তির কারণে নাম প্রত্যাহার করে নেন। নইলে, ফুটবলের সম্ভাব্য সকল শিরোপাতেই তার নাম থাকতো।
প্রতিটি গোলের পর দুহাত শূন্যে উঁচু করে স্মরণ করতেন "আই বিলং টু জেসাস"।
(আজকের প্রজন্ম মনে করে, এই উদযাপনের ভঙ্গিটি নাকি এ প্রজন্মের এক মহাতারকার! শুনি আর মনে মনে হাসি।)
শুধু গোল আর শিরোপাতে তার প্রভাব বোঝানো যাবেনা। যার তার খেলা দেখেছেন, শুধু তারাই জানেন মাঠে কী পরিমাণ আধিপত্য বিস্তার করতেন তিনি। যারা দেখেননি, তারা ইউটিউবে ০৫ এর কনফেডারেশন কাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে করা গোল বা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তার গোল দেখে আন্দাজ করে নিয়েন।
ফুটবল ঈশ্বর যেমন তাকে দুহাত ভরে দিয়েছেন, তেমনি আবার অনেক জায়গায় অপ্রাপ্তির ব্যাথায় ডুবিয়েছেন।
তাই তিনি ফুটবলে এক অভাগা বরপুত্র, ব্রাজিলিয়ান ফুটবলের শেষ সুপারস্টার।
কাকা, আমাদের কৈশোর এবং তারুণ্যকে অসাধারণ অভিজ্ঞতায় আর আনন্দে ভরিয়ে দেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ok gyijcg bh