আমার জানামতে "মাথামোটা লোক" কথাটা অনেকটা আঞ্চলিক বাগধারা বা স্ল্যাং ওয়ার্ড হিসেবে ব্যাবহার করা হয় কম বুদ্ধিসম্পন্ন ব্যাক্তিদের বুঝাতে। তবে বুদ্ধিমত্তার সাথে মাথার আকারের কোনো সম্পর্ক নেই। যদি তাই হতো তবে হয়তো ১৬০ আইকিউ স্কোর নেওয়া আলবার্ট আইনস্টাইন এর মাথার আকার হতো এক কথায় বিশাল। এবং যদি ১৬০ স্কোর নেওয়া আইনস্টাইন এর মাথার আকার হতো বিশাল তবে একটু ভেবে দেখুন ২৫০-৩০০ এর মধ্যে স্কোর করা উইলিয়াম জেমস সিদিস এর মাথার আকারটা কেমন হতো? (শুধুমাত্র আইকিউ টেস্ট বা স্কোরের মাধ্যমে বুদ্ধিমত্তা হিসাব করা সম্ভব না তবে বুঝানোর সার্থে ব্যাবহার করলাম)
বুদ্ধিমত্তা নির্ভর করে একজন ব্যাক্তির মস্তিষ্ক কতো তাড়াতাড়ি একটা তথ্য প্রক্রিয়া করতে পারে তার উপর এবং এর জন্য মস্তিষ্কে থাকা নিউরনগুলোর মধ্যে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে মাথার আকার এর উপর কোনোকিছুই নির্ভর করে না।