নারীর জীবন যুদ্ধ জীবনে এই ৫০ টা বছরে কি পেলাম।নারী মানে যুদ্ধ।পৃথিবীতে আসতেও যুদ্ধ করে এসেছে,মায়ের কোলে।পৃথিবীর প্রথম যেদিন এসেছি,তখন দুনিয়া টা নতুন ছিল।
এই নতুনের ঘিরে যে আমার অসংখ্য যুদ্ধ পার করে গড়ে তুলতে হবে আমার এই ছোট জীবন টাকে।ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খেলা করা,যেটাও যুদ্ধ ছিল।প্রথম মায়ের হাতে খাবার গ্রহন করা এটা ও আমার যুদ্ধ করা ছিল।
মায়ের সাথে আধো আধো ভাষাই কথা বলা,এটাই ও আমার যুদ্ধ ছিল।যখন মা প্রথম আমার মুখে অ আ ই ঈ বলে বলে শিখা টা ও আমার যুদ্ধ ছিল।যখন স্কুলে প্রথম যাওয়া ছোট্ট কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়া,এটাও আমার যুদ্ধ ছিল।ভালো খারাপ বন্ধু নির্বাচন করা সেটা ও অনেক বড় কঠিন যুদ্ধ ছিল।
ধীরে ধীরে ও বড় হওয়া, মার সাথে হাতে হাত মিলিয়ে রান্না শিখা সেটা ও বড় একটা যুদ্ধ ছিল।যখন রাস্তা দিয়ে লজ্জা মাথায় কাপড় দিয়ে একা চলতাম,আসেপাশের মানুষ আমার দিকে কুনোজর দিয়ে তাকাত,সেটা ও আমার জীবন সংগ্রামী যুদ্ধ ছিল।20বছর জীবনে, জীবন সঙ্গী পছন্দ করা অনেক বড় যুদ্ধ ছিল।হাজারো অপেক্ষা শেষ করে নতুন জীবনে পথ চলা নতুন মানুষ টার সাথে,সেটা ও যুদ্ধ ছিল।
সংসার জীবনে নতুন নতুন সদস্য দের সাথে মিলিয়ে চলা কঠিন যুদ্ধ ছিল।৯মাস নিজের মধ্যে নতুন অস্থিত কে শত বাধা পেরিয়ে গর্ভধারণের মধ্যে কঠিন যুদ্ধ ছিল।তাকে পৃথিবীর আলো দেখানো টা ছিল জীবন যুদ্ধ।তাকে সুন্দর জীবন গড়ে দেওয়া টা ছিল জীবন সংগ্রামী যুদ্ধ করে পাওয়া নোবেল।
৫০বছর জীবনে কত না যুদ্ধ করতে হয়েছে আমাকে।একজন মা,মেয়ে,বোন,স্ত্রী,বউ হয়ে উঠা এত সহজ নয়।
জীবন যুদ্ধ যে জন,
যে তার নারী জীবন উৎসর্গ করেছে সে জন❤
graet artical. but, In food you are 50 years old to fight for life, how can you give a history of 50 years from childhood now,😁💯