নারীর জীবন যুদ্ধ

14 23
Avatar for Ostina1
4 years ago

নারীর জীবন যুদ্ধ জীবনে এই ৫০ টা বছরে কি পেলাম।নারী মানে যুদ্ধ।পৃথিবীতে আসতেও যুদ্ধ করে এসেছে,মায়ের কোলে।পৃথিবীর প্রথম যেদিন এসেছি,তখন দুনিয়া টা নতুন ছিল।

এই নতুনের ঘিরে যে আমার অসংখ্য যুদ্ধ পার করে গড়ে তুলতে হবে আমার এই ছোট জীবন টাকে।ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খেলা করা,যেটাও যুদ্ধ ছিল।প্রথম মায়ের হাতে খাবার গ্রহন করা এটা ও আমার যুদ্ধ করা ছিল।

মায়ের সাথে আধো আধো ভাষাই কথা বলা,এটাই ও আমার যুদ্ধ ছিল।যখন মা প্রথম আমার মুখে অ আ ই ঈ বলে বলে শিখা টা ও আমার যুদ্ধ ছিল।যখন স্কুলে প্রথম যাওয়া ছোট্ট কাঁধে ব‍্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়া,এটাও আমার যুদ্ধ ছিল।ভালো খারাপ বন্ধু নির্বাচন করা সেটা ও অনেক বড় কঠিন যুদ্ধ ছিল।

ধীরে ধীরে ও বড় হওয়া, মার সাথে হাতে হাত মিলিয়ে রান্না শিখা সেটা ও বড় একটা যুদ্ধ ছিল।যখন রাস্তা দিয়ে লজ্জা মাথায় কাপড় দিয়ে একা চলতাম,আসেপাশের মানুষ আমার দিকে কুনোজর দিয়ে তাকাত,সেটা ও আমার জীবন সংগ্রামী যুদ্ধ ছিল।20বছর জীবনে, জীবন সঙ্গী পছন্দ করা অনেক বড় যুদ্ধ ছিল।হাজারো অপেক্ষা শেষ করে নতুন জীবনে পথ চলা নতুন মানুষ টার সাথে,সেটা ও যুদ্ধ ছিল।

সংসার জীবনে নতুন নতুন সদস্য দের সাথে মিলিয়ে চলা কঠিন যুদ্ধ ছিল।৯মাস নিজের মধ্যে নতুন অস্থিত কে শত বাধা পেরিয়ে গর্ভধারণের মধ্যে কঠিন যুদ্ধ ছিল।তাকে পৃথিবীর আলো দেখানো টা ছিল জীবন যুদ্ধ।তাকে সুন্দর জীবন গড়ে দেওয়া টা ছিল জীবন সংগ্রামী যুদ্ধ করে পাওয়া নোবেল।

৫০বছর জীবনে কত না যুদ্ধ করতে হয়েছে আমাকে।একজন‍ মা,মেয়ে,বোন,স্ত্রী,বউ হয়ে উঠা এত সহজ নয়।

জীবন যুদ্ধ যে জন,

যে তার নারী জীবন উৎসর্গ করেছে সে জন❤

নিজের লিখা⭕ওসটিনা

5
$ 0.00
Avatar for Ostina1
4 years ago

Comments

graet artical. but, In food you are 50 years old to fight for life, how can you give a history of 50 years from childhood now,😁💯

$ 0.00
4 years ago

Hahahaha😁 He said very funny things, I have seen my grandmother, grandmother, mother.

You're a funny person😁 Thank you so much for commenting with laughter 😁

$ 0.00
4 years ago

No Thankyou? Another thing is you don't comment on me, I have comments on every one of your , don't comment on my articles, so I'm angry😓😢

$ 0.00
4 years ago

জিবন মানেই যুদ্ধক্ষেত্র। ছেলে হোক বা মেয়ে প্রত্যেক ছেলে মেয়েকেই যুদ্ধ জয় করে বড় হতে হয়। জিবনে যে যতো কষ্ট করবে সে ততো ভালো ফল পাবে। ছেলে মেয়ে উভয়কেই যুদ্ধ করতে হয় ঠিক। তবে মেয়েদের জিবনের যুদ্ধটা এক আলাদা। প্রিয় তুমি একদম ঠিক বলছো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ,আপনার মন্তব্য আমি আনন্দিত।সহমত।মানুষ মাত্র যুদ্ধ।অনেক সময় যুদ্ধ পরাজিত হয়েও বিজয় মিলে❤

$ 0.00
4 years ago

হ্যা প্রিয় ও কিন্তু আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত হতে পারলাম না। কারণ শুধু নারীদের এই যুদ্ধ করে পৃথিবীতে বসবাস করতে হয় না। পুরুষদের কেউ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বহু রকমের সংগ্রাম করতে হয়। যা নারীদের থেকেও বেশি কষ্ট দায়ক সংগ্রাম।পৃথিবীতে সকল মানুষেরই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। নারীদেরকে যেমন করতে হয় তেমনি পুরুষদেরও সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।

$ 0.00
4 years ago

যুক্তি আছে,কিন্তু আমি যেহেতু নারীর জীবন যুদ্ধ নিয়ে লিখেছি,তাই এই খানে নারীর সংগ্রাম কে তুলে ধরেছি।কখনো সময় হলে পুরুষ দের জীবন সংগ্রাম নিয়ে লিখবো।যে বিষয়ে লিখা হয় তার প্রাধান্য টা বেশি পাই।ধন‍্যবাদ পাশে থাকবেন😊

$ 0.00
4 years ago

আচ্ছা ঠিক আছে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

আপনাকে ও ধন্যবাদ ❤

$ 0.00
4 years ago

জীবন মানেই যুদ্ধ, আর সে যুদ্ধে নারীর ভূমিকা অপরিসীম, একজন নারী কখনো বাঁচে মা-বাবার জন্য কখনো স্বামী জন্য আবার কখনো সন্তানের জন্য। অপরের জন্য নিজেকে মানিয়ে নিতে নিতে নারীর জীবন যুদ্ধ শেষ হয়।

$ 0.00
4 years ago

নারী কে যে পাত্রে ধারন করা হবে,সে সেই পাত্রে ধারন করতে বাদ্ধ,বা আল্লাহ্ বিশেষ শক্তি দিয়ে সৃষ্টি নারী জাতি।❤ ভালোবাসা নিবেন

$ 0.00
4 years ago