আমাদের বাংলাদের চট্টগ্রাম জেলা এক অপূর্ব সৌন্দর্যের অতুলনীয়।তার মধ্যে এটা হল চট্টগ্রাম রেলওয়ে যাদুঘরের বাহিরের সৌন্দর্য।
পাহারের দুই পাশে রাস্তা।সবুজের ঘেরা মনোরম পরিবেশ
অনেক পুরানো বড় বড় গাছ দিয়ে ছায়া ঘেরা পরিবেশ।শত শত পুরানো গাছ এই রেলওয়ে স্থানে আছে।
মনোমুগ্ধকর সারি সারি রেলের রাস্তা।যা দেখে অশান্ত মন কে শান্ত করে দেই।
যখন বাড়ি পাশ দিয়ে এমন দুরন্ত ট্রেন ঝিগঝিগ ঝিগঝিগ শব্দ করে চলাচল করে,তখন মনের ভিতর ভালো লাগা কাজ করে।
যাদু ঘরের পাহারের উপরে উঠার সিড়ি।এমন সিডি আরো অসংখ্য রয়েছে এই খানে।
ঘুরতে গেয়ে নিজেদের মধ্যে কিছু ছবির তুলার ছড়াছড়ি।দূরে দাড়িয়ে আছে আমার বোন।
প্রকৃতি সৌন্দর্যের এই মনোরম পরিবেশ কে না চাই হারিয়ে যেতে।
আশা করি আমার এই ছবি আর রেলওয়ে মনোমোহিনী মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে আপনাদের মাঝে।
অনেক সুন্দর একটি জায়গা। ইচ্ছে করছে এখনই ঘুরতে যাই। অনেক ভালো লাগলো জায়গাটা দেখে।