বাংলাদেশ চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা চা বাগান

3 44
Avatar for Ostina1
4 years ago

রাঙ্গুনিয়া কোদালা চা বাগান Share Share ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগান (Kodala Tea Estate) বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে অন্যতম। সবুজ পাহাড় আর প্রাকৃতিক নিঃস্বর্গে সমৃদ্ধ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী কোদালা চা বাগানের অবস্থান।

চা বাগানের পাশে দিয়ে রূপের মাধুরী ছড়িয়ে বয়ে গেছে লুসাই কন্যা কর্ণফুলী। চা শ্রমিকদের কর্মতৎপরতা, পাখির কিচিরমিচির শব্দ এবং ব্রিটিশ আমলের বাংলো প্রভৃতি যেন ১০০ বছর আগের কোন ঘটনা ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করে চলেছে।

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগানের মালিকানা পরিবর্তীত হয়। সর্বশেষ ২০০৪ সালে ৭ অক্টোবর ব্র্র্যাক আনুষ্ঠানিকভাবে বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন কোদালা চা বাগান লিজ নেয়।

বর্তমানে বাংলাদেশের সর্বমোট ১৬২টি চা বাগানের মধ্যে গুণে মানে ও আয়ে কোদালা চা বাগানের অবস্থান তৃতীয়। শুধু চা উৎপাদন নয় ইতিমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

কোদালা চা বাগানের সৌন্দর্যে বুঁদ হতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ছুটে আসেন।

4
$ 0.00
Avatar for Ostina1
4 years ago

Comments

মাশাল্লাহ চা বাগানটি খুব সুন্দর

$ 0.00
4 years ago

Wow

$ 0.00
4 years ago

আসলেই বাংলাদেশে এতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থাকতে মানুষ তারপরও পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় । চা বাগানগুলো দর্শনীয় স্থানগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্থান পায় ।যদিও আমি সিলেটের চা বাগানে ঘুরেছি এবং চোখ ধাঁধানো সৌন্দর্য উপভোগ করেছি। কিন্তু এখনো আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা চা বাগানটিতে যাওয়ার সুযোগ হয়নি । আশা করি ভবিষ্যতে অবশ্যই আমি দেখার জন্য এই চা বাগানে যাবো।চা বাগানের যে মনোহর দৃশ্য তুলে ধরেছো সেই ছবিগুলো আসলেই প্রশংসনীয় আর সবুজে সবুজে চোখ ধাঁধানো সৌন্দর্যের সমারোহ আসলেই মুগ্ধ করার মতো।💗

$ 0.00
4 years ago