ছোট্ট বেলার স্মৃতি ও কথা-

1 51
Avatar for Odhora22
4 years ago

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে!!🔥

এ জীবন পূণ্য করো,,,,

এ জীবন পূণ্য করো,,,,,

দহনে দানে !! 🔥

ছোট্ট বেলার স্মৃতি গুলো কি মনে পড়ে আপনার??

আমার এখনো মনে পড়ে আগে আমাদের দাদু বাড়ির এলাকায় কারেন্ট চলে যেত!! তখন চার্জার এর পাশাপাশি আমাদের দুটি হারিকেন ও ছিল। হারিকেন এর মৃদু আলোর চারপাশে ফড়িং, বিভিন্ন ছোট ছোট পোকামাকড় উড়ে বেড়াতো।🐝🐝

আমরা হারিকেনের মৃদু আলোয় পড়তাম। আমি আমার বোন হারিকেন আলোয় বসে বসে পুতুল খেলতাম, রান্না-বাটি, কাগজ দিয়ে বিভিন্ন জিনিস ও তৈরি করতাম আরও বসে বসে অনেক খেলতাম সাথে দুধ ভাত ও খাইতাম। 😋😋

আর ঝড়ের দিনে কারেন্ট চলে গেলে তো আসার কথায় নেই !! তখন হারিকেন এর আলো ফিক ফিক করে জ্বলতো।আর সবচেয়ে মজার বিষয় আমি হারিকেন জ্বালায়তে পারতাম না, কিছু ভেঙ্গেও ফেলছি।

আর এখন তো এসব কিছুই নেই। দিন পাল্টে গেছে এখন আর আগের মতো কারেন্ট ও যায় না , আর হারিকেনের মৃদু আলোয় পুতুল খেলা হয় না।

আগে বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার স্মৃতি খুব মনে পরে।খুব মিস করি শীতের সকালে কুয়াশার মধ্যে কোচিং এ যাওয়ার সেই মুহূর্ত গুলো। আর কোন দিন হয়তো ফিরে পাবো না হয়তো। 😔😔

ছবিটাতে যে কতো স্মৃতি জড়িয়ে আছে।আর এসব দিন ফিরে পাওয়া হবেনা।স্কুলে গিয়ে সবার সাথে কতো রকম খেলাধূলা করতাম। আরও করা হবে না। খুব মিস করি স্কুল জীবনের সেই সোনালী দিন গুলো।

আধুনিক যুগে হারিয়ে যাওয়া দিন যেটা একসময় রূপকথার গল্পে হেরিয়ে যাবে। ছবি গুলো অনেক দিন ধরে গুছিয়ে রেখেছি, মাঝে মাঝে দেখতে খুব ভালো লাগে তাই কোথাও হারিয়ে গেলে সেই দিন গুলো আর কখনো ফিরে আসবে না।। 😪😪

7
$ 0.00
Avatar for Odhora22
4 years ago

Comments

No one comment you..?

$ 0.00
4 years ago