বলিউড ইতিহাসে এমন অনেক অভিনেতা অভিনেত্রী পাবেন, যারা অভিনয়ে তাদের সবটুকু দিয়ে অডিয়েন্সের মন জয় করেন, ক্রিটিকস দর্শকমহল সবাই তাদের প্রশংসা করেন, তবে বছর শেষে যে এওয়ার্ড দেয়া হয়, সেখানে উনাদের দেখা তো দূরের কথা, উনাদের নামও শুনা যায়না।
এক্ষেত্রে পারেশ রাওয়াল ব্যাতিক্রম। যদিও আরো অনেক এওয়ার্ড ডিজার্ভড করতো, তাও উনার জুড়িতে সম্মানিত বেশ কিছু এওয়ার্ড রয়েছেন।
ভারতীয় চলচ্চিত্রের সর্বচ্চ গুনী অভিনেতাদের মধ্যে একজন 'পারেশ রাওয়াল'
উনি ফিল্মস্টারের পাশাপাশি ভারতীয় কোন এক রাজনৈতিক দলের সদস্য এবং ৫বছর এম'পি পদেও ছিলেন। ২০১৪ তে তিনি 'পদ্মাশ্রী' পদক জয়লাভ করেন।
এই গুনী অভিনেতাকে আমরা সাধারণত একজন কমেডিয়ান হিসেবেই চিনি। উনার অভিনীত ম্যাক্সিমাম মুভিই কমেডি জনড়ার। অক্ষয় কুমার, অক্ষয় খান্না, শুনীল শেট্টি, রাজপল যাদব, জনি লিভার, প্রিয়দর্শন! এমন কিছু নামের সাথে উনার ফিল্মি ক্যারিয়ার জড়িত।
বিশেষ করে স্যার প্রিয়দর্শনের মুভিগুলোতে উনার জন্য একটা রোল আগে থেকেই সিলেক্ট করা থাকতো।
সেই 'চুপচুপকে'র 'গুন্ডিয়া!
হাংগামার' রাধেশাম তিয়ারি জি
হালচালের কিশ্বান/মুরারী
গরম মশলার মেম্বো
মালামাল উইকলির লিলারাম
কিংবা
দে দানা ধানের হারবাস চাড্ডি, সরি চাড্ডা!
উনার মুভির/ক্যারেক্টরের নাম লিখে শেষ করা যাবেনা।
উনার প্রতিটি ক্যারেক্টর ই সেরা।
প্রিয় এই অভিনেতার আমার পছন্দের বেস্ট ৩টা ক্যারেক্টার নিয়ে আজকের লেখা🙂
★ মিস্টার খান ( Table no. 21)
যাকে আপনি সবসময় একজন কমেডিয়ান হিসেবে জেনে এসেছেন, তাকে হঠাৎ কোন সিরিয়াস ক্যারেক্টারে দেখলে আপনার কেমন লাগবে? আমার বেশ ভাল্লাগছিলো। পুরো মুভিতে উনার প্রতিটি ডায়ালগ প্রতিটি মুভমেন্ট খুব ইঞ্জয় করছিলাম। যারা মুভিটা দেখছেন, Table no.21 একটি শিক্ষনীয় থ্রিলার মুভি। আর মুভিটিকে আরো থ্রিলারপূর্ণ বানিয়েছেন পারেশ রাওয়ালের অনবদ্য অভিনয়।
প্রতিশোধের এক অন্য অধ্যায় শিখিয়েছেন তিনি।
★ সুনীল দত্ত (SANJU)
কেউ কেউ বলে এটাই উনার ক্যারিয়ারের সেরা ক্যারেক্টর। কারন পেছনের নামটা যে বেশ সম্মানিত। সুনীল দত্ত। সঞ্জয় দত্তের বাবা। যাকে মানুষ আজও ভুলেনি, না কখনো ভুলবে। যারা উনার সম্পর্কে জানেন।
সাঞ্জু মুভিতে আমি সবচেয়ে বেশি ডুবে ছিলাম বাবা আর ছেলের ভালোবাসার মাঝে।
সুনীল দত্তকে যেন জিন্দা করে দিয়েছেন পারেশ রাওয়াল। কি সুন্দর অভিনয়। কি সুন্দর।
★বাবুরাও গনপাত্রাও আপ্তে (HeraPheri Series)
বাবু ভাইয়া।
এ এক প্রশান্তির নাম। আপনি বলিউড লাভার অথচ এই নামের সাথে পরিচিতি নাই, এটা হতেই পারেনা। হেরাফেরি ভারতীয় কমেডি ড্রামা চলচ্চিত্রের এক ভালোবাসা। আর তা বাবুরাও ছাড়া আধুরা।
রাখ! রাখ তেরি ** কি!!
এই ডায়ালগ, এই অভিনয় যেন বলিবাসীর হৃদয়ে মিশে আছে।
প্রিয় ব্যাক্তির সুস্থ ও সুন্দর জীবন এবং নেক্সট মুভি 'হেরাফেরী থ্রীর' জন্য রইলো শুভকামনা।