প্রকৃতি আমাদের শেখায়। প্রকৃতির বৃষ্টি, আকাশ, মেঘ, একটি শুকনো ঝরা পাতা, বিকালের রোদ কিংবা তেজহীন গোধূলি'র শরৎ আকাশ আমাদের ভাবায়। আমাদের শেখায়। শেখায় সৌন্দর্য, শেখায় নম্রতা, শেখায় কখনো কখনো বিহ্বলতাও।
যারা আঁকে, তারা প্রকৃতিকে আঁকে। যারা লেখে তারা প্রকৃতিকে লেখে। এই যে কাউকে কি দেখাতে পারবেন যাদের চিত্রে, যাদের লেখনিতে প্রকৃতি নেই? যদি আমরা কবিতায়, গল্পে কিংবা উপন্যাসে ঝড়ের কথা বলি, মেঘের কথা বলি, প্রজাপতির কথা বলি তাহলে তো প্রকৃতির কথাই বলি।
ভ্যান গঘ এঁকেছিল জোসনা রাতের ছবি। আমাদের এস এম সুলতান তো সারাজীবনই এঁকেছেন কৃষকের হাতে গড়া সবুজ, হলুদ, সোনালি ধানের মাঠ.... এভাবে কেউ প্রকৃতি, প্রকৃতির সৌন্দর্য থেকে পৃথক নই।
আবার যারা ফটোগ্রাফি করে? তারাও প্রকৃতিকে ধরে রাখে। আমরা জানি প্রকৃতি ভীষণরকম রুপ বদলায়। প্রতিমুহূর্তে রুপ বদলায়। প্রকৃতির একটি পাতায় যেমন পুরো একটি সন্ধ্যা, পুরো একটি দুপুর ভেসে উঠে কখনো কখনো তেমনি একটি কুহকে মেতে উঠতে পারে প্রকৃতির সমস্ত রুপ-লাবণ্য!
বিশেষ করে কিছু কিছু দৃশ্য আমাকে টানে। আমাকে মুগ্ধ করে। যেমন কোন পাতা বেয়ে একফোঁটা পানি ঝরে পড়ছে, অথবা কোন উদাসীনতায় ভরে উঠা এক ফালি নীলাকাশ কিংবা ধূসর আলোকের মতো বিষন্ন বিকেল।
যারা প্রকৃতি থেকে এসব দৃশ্য তোলে আনে তারা চমৎকার মানুষ... অর্থাৎ সৌন্দর্য থেকে অবগাহন করে আমরা সেখানে তুচ্ছ। মানুষ হিসেবে, প্রাণী হিসেবে, সৃষ্টি হিসেবে আমরা গৌণ। অথব শিল্পীরা উত্তম। তারা সুন্দর।
ছবিগুলো দৃষ্টিনন্দন। মুগ্ধ করে। ভাবায়। প্রকৃতির চিৎকার শোনা যায় কখনো কখনো। প্রকৃতির উল্লসিত হাসি শোনা যায় কখনো কখনো।
Iam a natural lover . I love photo and photography. Beautiful Photography bro