ব্যবসায় শিক্ষা বিভাগের অসংখ্য শিক্ষার্থীর লক্ষ্য থাকে চট্টগ্রাম বন্দরনগরী খ্যাত সরকারি কমার্স কলেজ হতে এইচএসসি পরীক্ষা দেওয়া। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী কমার্স কলেজে ভর্তি হয়, অনেকের স্বপ্নের কলেজ এটি।
বন্দরনগরী খ্যাত চট্টগ্রামের আলকরণ এলাকায় একটি ভাড়া বাসায় ১৯৪৭ সালে 'গভ. কমার্সিয়াল ইনস্টিটিউট' এর একটি অংশ হিসাবে এ কলেজের যাত্রা শুরু।এরপর ১৯৬৪ খ্রিস্টাব্দে স্ট্র্যান্ডরোডস্থ নাহার বিল্ডিং-এ এবং সবশেষে ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে কলেজটি আগ্রাবাদের বর্তমান নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়।এরপর থেকেই ফুলে-ফলে,শিক্ষার্থীদের পদচারণায় আজকের এই মনোমুগ্ধকর ৫.১৬ একরের বিশেষায়িত প্রতিষ্ঠানের পথচলা।দীর্ঘ এ সময়ে কমার্স কলেজ নামে-সুখ্যাতিতে এক অনন্য উচ্চতায় উঠে এসেছে।ব্যবসায় শিক্ষা বিভাগের হাজার-হাজার শিক্ষার্থীর স্বপ্নের জায়গা কমার্স কলেজ।
কলেজের ইআইআইএন নং:- ১০৪৩০২
কলেজের অবকাঠামো:-
★তিনটি ভবন
১.প্রশাসনিক মূল ভবন
২.হিসাববিজ্ঞান ভবন
৩.একাডেমিক ভবন ৩
★ছাত্র সংসদ
★সুবিশাল শহীদ সৈয়দ রফিক মিলনায়তন অডিটোরিয়াম
★একটি সমৃদ্ধ লাইব্রেরি
★একটি নামাজ ঘর
★মনোমুগ্ধকর সবুজ বাগান
★কদমতলা(পূর্বনাম- কুদ্দুস মোমিন চত্ত্বর)
★বঙ্গবন্ধু মঞ্চ
★বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার
★শহিদ মিনার
★আটটি মাল্টিমিডিয়া ক্লাসরুম
★এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের জন্য ৪ টি সংগঠন ও সংগঠন রুম
★শহীদ আবদুল হামিদ ছাত্রাবাস(পরিত্যক্ত)
★ছাত্রী নিবাস
★ছাত্রী নিবাস ২(উদ্বোধনের অপেক্ষায়)
★ক্যাফেটেরিয়া(পরিত্যক্ত)
শিক্ষক-শিক্ষিকাবৃন্দ:-
চট্টগ্রামের বিশেষায়িত প্রসিদ্ধ এ কলেজে মোট ৩০ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে।শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের প্রতি বেশ আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ, এ বিষয়ে যথেষ্ট সুনাম রয়েছে।
সংগঠনসমূহ:-
★সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ
★বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
★কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি
★রেড ক্রিসেন্ট ইয়ুথ
★রোভার স্কাউট গ্রুপ
কলেজের ড্রেস:-
★ছেলেদের জন্য-সাদা শার্ট,কালো প্যান্ট এবং শার্টের পকেটের উপর সবুজ বর্ডার
★মেয়েদের জন্য-সাদা জামা,সাদা প্যান্ট,সাদা উড়না/হিজাব,সাদা অ্যাপ্রোন এবং অ্যাপ্রোনের পকেটের উপর সবুজ বর্ডার
★বাধ্যতামূলক আইডি কার্ড
আসন সংখ্যা ও যোগ্যতা,ডিপার্টমেন্ট সমূহ:-
★এইচএসসি(ব্যবসায় শিক্ষা বিভাগ)-
সিট সংখ্যা ৮৫০
আবেদনের যোগ্যতা ৪.৫৬(চতুর্থ বিষয়সহ)
শিফট-একাধিক কোনো শিফট নেই।
★এছাড়া কমার্স কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক(পাস),স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।
স্নাতক পর্যায়ে বিভাগ রয়েছে ৭টি।যথাক্রমে-
বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা,
ফিন্যান্স ও ব্যাংকিং,মার্কেটিং এবং অর্থনীতি।
স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা যায় শুধুমাত্র হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ের উপর।
বিগত ২ বছরের ফলাফল(এইচএসসি):-
★২০১৮ সাল-
পাশের হার -৯৮.৬০%
মোট পরীক্ষার্থী-৭৮৭ জন,মোট কৃতকার্য শিক্ষার্থী-৭৭৬ জন,জিপিএ ৫-১৫৫ জন।
★২০১৯ সাল-
পাশের হার-৯৮.১৬%
মোট পরীক্ষার্থী-৮৬৯ জন,মোট কৃতকার্য পরীক্ষার্থী-৮৫৩ জন,জিপিএ ৫-১৫৭ জন।
প্রতি বছর কমার্স কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঢাবি,চবি, রাবি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। কমার্স কলেজে শিক্ষার্থীরা কমার্সিয়ান নামেও বেশ সুপরিচিত।
সবশেষে বলতে চাই,সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম এর অন্যতম একটি সমৃদ্ধশালী বিশেষায়িত কলেজ। কলেজ সিলেকশনে ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবীদের প্রথম পছন্দ হোক মনোমুগ্ধকর,সবুজে ঘেরা এবং বিখ্যাত কমার্স কলেজ❤
Ami Rupsha college a porbo
Apu apnar sathe fb te kotha bolte pari?