আমরা মানুষেরা বেশ অদ্ভুত!

10 24
Avatar for NusratJahan
3 years ago

খুব ভোরে উঠে একটা মানুষ তোমার খোঁজ নিচ্ছে। একটা সুন্দর সকাল শুরু করতে চায় তোমার কন্ঠে শুনে। ভাবা যায় ? সকাল নেই বিকেল নেই; সারাটা বেলা তোমাকেই নিয়ে আছে। কি অদ্ভুত ! তুমি নিশ্চয় তাকে নিয়ে খুব একটা ভাবো না। অথচ, সে তোমাকে নিয়ে কত কি যে ভেবে রেখেছে সে গল্প শুনলে আটকে উঠবে।

আমরা মানুষেরা খুব কেয়ার পাই। অনেক মানুষের মন পাই। জ্বর হলে কেউ একজন খুব কাঁদে। রাত জেগে দু'রাকাত নামায পড়েও তোমার জন্য প্রার্থনা করে। কি অদ্ভুত ! আচ্ছা ওপাশের মানুষটার শরীর খারাপ হলে তুমি চিন্তিত হয়ে রাত জাগো? চোখের জলেরা টুপ করে বেয়ে পড়তে চায় কখনো? নিশ্চয় না !

মানুষটার প্রতি তুমি কখনো আগ্রহ দেখাওনি; অথচ, তোমার প্রতি তার আগ্রহের শেষ নেই। মানুষটাকে তুমি দিনের পর দিন অবহেলা করে যাচ্ছো; অথচ, তোমার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। একটুও না! ভাবা যায়? বেহাইয়ার মত এখনো সন্ধ্যে হলে তোমার কথা মনেপরে। সন্ধ্যে বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের মাঝে তোমায় খোঁজে।

মাঝেমাঝে রাত হলে বেরিয়ে দেখি ফুতপাতের রাস্তায় কতগুলো মানুষ ফুঁপোচ্ছে। জ্বরের শরীর শীতল হয়ে গেছে। কতগুলো মানুষ পাশ কেঁটে চলে যাচ্ছে! অথচ, তার মাথায় জলপট্রি দেবার কেউ নেই। শিশুটি খেতে পাইনি আজ তিনদিন; কেউ জানলো না সে কথা!

মা'হীন ছেলেটি খুব করে কাঁদে। মায়ের ভালোবাসার জন্য কাঁদে, মা'র সেই কেয়ারের জন্য কাঁদে। একদিন না খেয়ে ঘুমিয়ে গেলে মায়ের চিন্তার শেষ নেই; সে মায়ের জন্য কাঁদে।

কিছুকিছু ছেলেরা মায়ের জন্য কাঁদতে কাঁদতে হাঁপিয়ে পরে তবুও চোখের জল মুছে দেবার কেউ থাকেনা ।

অথচ, কত শ'ত অবহেলিত, বঞ্চিত মানুষের ভিরে তুমি একজন ভালোবাসার পাত্র হয়ে আছে; ভাবা যায় ! কত'টা সৌভাগ্য নিয়ে জন্মালে এমনটা হয়? কত'টা সৌভাগ্য নিয়ে এলে কেউ একজন দু'রাকাত নামায পড়ে তোমার জন্য টুপ কেঁদে দেয়? ঠিক কত'টা?

আমরা মানুষেরা একদিন কাঁদি, খুব কাঁদি -সে মানুষটার জন্য যে মানুষটা বেশ ক'দিন আগেও তোমার জন্য মধ্যরাতে নামায পড়ে কেঁদেছিল.... যে মানুষটা রাত জেগে তোমার চিন্তায় মত্ত থাকতো........ সে তাকে হারিয়ে তোমার রাত জেগে ভাবতে হয়...... যার ভালোবাসা তুচ্ছ করেছিলে সে ভালোবাসার জন্য কাঁদতে হয়, যে মানুষটাকে দূরে ঠেলে রেখেছো সে মানুষটা কাছে আসার তীব্র ইচ্ছে জন্ম নেয়। আমরা মানুষেরা বেশ অদ্ভুত! যে ভালোবাসা আবর্জনা বলে ফেলে দাওয়া হয় সে ভালোবাসার খুঁজতে পাগলের মত চোখের পানি জড়িয়ে খুঁজি । আমরা মানুষেরা বেশ ভয়াবহ! বেশ রকমের অযোগ্য !

8
$ 0.00
Sponsors of NusratJahan
empty
empty
empty
Avatar for NusratJahan
3 years ago

Comments

অসাধারণ খুব ভালো লাগছে। আমি আপনাকে সাবস্ক্রাইব করছি প্লীজ আপনিও আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

$ 0.00
3 years ago

Done Apu

$ 0.00
3 years ago

খুব ভালো লিখছেন 😊

$ 0.00
3 years ago

Thik koiesen. Manus ke chena anek Boro kotin kaj tar thekeo Boro Kotha holo Manus holo Boro adhbut. Keep it up and subscribe me.

$ 0.00
3 years ago

Done. And thanks for your feedback

$ 0.00
3 years ago

সাবস্ক্রাইব করলাম তুমিও করো তাহলে লাইক কমেন্ট করবো যদি তুমিও করো।

$ 0.00
3 years ago

Done

$ 0.00
3 years ago

Thank you

$ 0.00
3 years ago