Philosophy2

0 8

করেহন। অধুর সমষ্টি যেমন পরমাগ তেমনি আগবিক বচনের সম হচ্ছে পারবাণবিক।

ল পরমাণুকে সূক্ষা্তিসূদ্খ অংশে বিভক্ত করলে যেমন এর মধ্যে একাধিক অণুর সন্ধান

য় পাওয়া যায়, তেমনি পারমাণবিক বচনকে সৃক্ষাতিসূক্ষ অংশে বিভক্ত করলে এর মধ্যে

আহিক আগবিক বচন পাওয়া যায়। কি্তু আগবিক বচনকে আর কোনাে ক্ষুচাতিক্ষুদ্র বচনে

করা যায় না। অর্থাৎ আগবিক বচনের আর কোনাে অঙ্গবচন বা উপাদান বচন নেই।

আখনিক যুক্তিবিদদের মতে, যেহেতু একাধিক অণু নিয়ে পরমাণুর সৃষ্টি এবং একাধিক সরল

নিয়ে যৌগিক বচনের সৃষ্টি, সে কারণেই সরল বচনকে আণবিক বচন, আর যৌগিক

ক পারমাণবিক বচন বলে আখ্যায়িত করাই অধিকতর যুক্তিযুক্ত।

নের ক্ষেত্রে বা আমাদের চিন্তা চেতনা প্রকাশের ব্যাপারে বচনকে অণুর সাথে তুলনা

যৌগিক বচনের শ্রেণিবিন্যাস

হন

Classification of Compound proposition

আুনিক যুক্তিবিদ্যায় বিশেষত প্রতীকী যুক্তিবিদ্যায় যৌগিক বচনের প্রধানত চারটি রূপ

পকিক্ষিত হয়। এগুলাে হলাে- সংযৌগিক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন এবং

খিক

अयনিক বচন। নিচে এ বচনগুলাের স্বরূপ ব্যাখ্যা করা হলাে।

যৌগিক বচন : যেসব যৌগিক বচনের অন্তর্গত দুটি অঙ্গবচন বা উপাদান বচন এবং,

४, আর, "কিন্তু', ইত্যাদি জাতীয় শব্দ দ্বারা সংযুক্ত হয়, সেসব যৌগিক বচনকে

সযেগক বচন বলে। যেমন, 'রাসেল হন দার্শনিক এবং সাহিত্যিক। উল্লেখ্য যে,

নকে

সয়ৌগিক বচনের সত্যতা নির্ভর করে এর অন্তর্গত উপাদান বচনদ্বয়ের পৃথকভাবে সত্য

নিক

হওয়র ওপর। অর্থাৎ এরূপ বচনের দুটো অঙ্গবচনই যদি পৃথকভাবে সত্য হয় তাহলেই

স বচনটি সত্য হতে পারে। কিন্তু এর যে কোনাে একটি উপাদান বচন বা উভয়

উপদন বচনই যদি মিথ্যা হয় তাহলে মূল বচনটি মিথ্যা হবে। যেমন, আলােচ্য দৃষ্টান্তে

সেল

বর্ণিত বচনটি সত্য হবে তখনই যখন পৃথকভাবে রাসেল দার্শনিক হবেন এবং সাহিত্যিক

হকে কিন্তু যদি রাসেল সাহিত্যিক না হয়ে কেবল দার্শনিক হন বা দার্শনিক না হয়ে কেবল

যছে

সহিত্যিক হন অথবা দার্শনিক বা সাহিত্যিক কোনােটিই না হন তাহলে 'রাসেল হন দার্শনিক

হবে

এব সাহিত্যিক- এ বক্তব্যটি মিথ্যা হবে।

কের

1
$ 0.00

Comments