Manus oy

3 6

একটি বক্তব্যই প্রকাশিত হয়। যেমন, 'মানুষ হয় জীব।

যৌগিক (compound) বচন : যৌগিক বচনে একাধিক উদ্দেশ্য বা একাধিক বিধেয়

কে, যা দ্বারা একাধিক বক্তব্য প্রকাশিত হয়। এরূপ বচন মূলত একাধিক সরল বচনের

সযুক্তিতে তৈরি হয়। অন্যকথায়, এরূপ বচনকে বিশ্লেষণ করলে একাধিক সরল বচন

ওয়া যায়। উল্লেখ্য যে, যৌগিক বচনের একাধিক অংশ সাধারণত এবং ও আর' "কিন্তু

ইত্যাদি জাতীয় শব্দ দ্বারা যুক্ত হয়ে থাকে। স্বীকৃতি ও অস্বীকৃতির ভিত্তিতে যৌগিক বচনকে

আবার সংযৌগিক, বিয়ােজক ও যােগাত্মক এই তিনটি রূপে বিন্যস্ত করা হয়।

ক) সংযৌগিক (computative) বচন : সংযৌগিক বচনের প্রতিটি অংশ হয় স্বীকৃতি

চক। যেমন, "রাসেল হন দার্শনিক ও সাহিত্যিক'- এ বচনটিকে বিশ্লেষণ করলে দুটি পৃথক

তন পাওয়া যায়, যার প্রতিটিই হচ্ছে স্বীকৃতিসূচক। যেমন- (i) রাসেল হন দার্শনিক,

(ii) রাসেল হন সাহিত্যিক।

খ) বিয়ােজক (remotive) বচন : বিয়ােজক বচনের প্রতিটি অংশ হয় অস্বীকৃতিসূচক।

যেমন, 'রাসেল নন ভাববাদী এবং অস্তিত্ববাদী। এ বচনটিকে বিশ্লেষণ করলে দুটি পৃথক

ন পাওয়া যায়, যার প্রতিটিই হচ্ছে অস্বীকৃতিসূচক। যেমন- (i) রাসেল নন ভাববাদী,

(ii) রাসেল নন অস্তিত্ববাদী।

যােগাত্বিক (exponible) বচন : যােগাত্মক বচনের কিছু অংশ স্বীকৃতিসূচক এবং কিছু

অধ্বীকৃতিসূচক, যা তিনটি রূপে প্রকাশিত হয়।

3
$ 0.00

Comments

It is very expensive story. Your writing style is very outstanding.it is very amazing to read this post.

$ 0.00
4 years ago

মানুষ তো আমরা সবাই কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আমরা কজন হতে পারি। সবাই শুধু নিজের স্বার্থটা কেই দেখে। কেমন কি ভাবলো তাতে বর্তমানে কারো কিছু আসে যায় না।

$ 0.00
4 years ago

এক লেখাটা খুব ভালো লাগলো আশা করি সবারই আর্টিকেলটি পড়ে ভাল লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ লেখককে এবং এগিয়ে যান।

$ 0.00
4 years ago