হাদিস

0 14
Avatar for Nurbegum
4 years ago

একবার ইমাম আহমাদ রাহ. কে একজন প্রশ্ন করল, 'আমার সন্তানকে আগে কী পড়াব? কুরআন নাকি হাদীস?' তিনি উত্তর দিলেন, 'অন্য কিছুর আগে তাকে কুরআন শেখাও।' সে আবার জানতে চাইল, 'পুরোটা শেখাব নাকি আংশিক?' তিনি বললেন, 'পুরোটা হলে তো ভালোই হয়। তবে যদি সেটা কষ্টকর হয়ে যায় তাহলে আংশিক শেখাও। কারণ কুরআন দিয়ে পড়া শুরু করলে এতে সে অভ্যস্ত হয়ে উঠবে এবং একে আঁকড়ে ধরতে পারবে।' [১]

সুতরাং নিজের ছোট্ট সন্তানকে 'আতা গাছে তোতা পাখি' আর 'হাট্টিমাটিম টিমটিম' শেখানোর আগে ছোট ছোট সূরা আর বিভিন্ন আয়াত শেখান। এতে করে তার কচিমনে কুরআনের ভালবাসা জন্মাবে এবং এতে সে অভ্যস্ত হয়ে উঠবে। পরবর্তীকালে কুরআন পড়তে ও শিখতে গেলে তার কাছে কুরআনকে অপরিচিত ও দুর্বোধ্য মনে হবে না।

আল-আদাবুশ শরইয়্যা, ইবনু মুফলিহ : ২/২০

1
$ 0.00

Comments