বসকে আমরা বাক্রমে , এ এবং T, s বर্ণগলাে
গ্রহণ করেছি। এক্ষেত্রে ইচ্ছা।
বচনের জনাই p, q বা।, s অথবা অন্য যে কোনাে
বর্ণ গ্রহণ কর
কর
শরতাম। আবার এ বর্ণলােকেই আমরা অন্য যে
কোনাে বচনের ক্ষেত্রে ব্যবহার করে
ৰি এ থেকে বােঝা যাচ্ছে যে, যৌগিক বচনের
অন্তর্গত সরল বচনগুলাের প্রতীকায়কে
আার এ্রতীক হিসেবে যে বর্ণওলােকে ব্যবহার করা
হয় সেগুলাের কোনাে সুনির্দিষ্ট
এ জন্য এসব সরল বচনের প্রতীকায়নের ক্ষেত্রে
কোনাে নির্দিষ্ট বিধিবিধান পাল
প্রতীকী সযুক্তিবিদ্যা
নয এসব বর্ণ প্রতীক হচ্ছে পরিবর্তনশীল, আর
এরূপ পরিবর্তনশীলতার কারণেই এসং
প্রতীককে বলা হয় অঞ্চুবক (variable) বা গ্রাহক
প্রতীক। তবে একটি বিষয় লক্ষ রাখ।
অত্যন্ত জরুরি যে, কোনাে সরল বচনের জন্য যে
প্রতীকই আমরা গ্রহণ করি না কেন ত
যেন একই প্রসঙ্গে অন্য কোনাে সরল বচনের জন্য
গ্রহণ করা না হয়। কারণ তা করা হঙগে।
প্রতীকায়নের ক্ষেত্রে বিশঙ্খলা দেখা দেবে। অর্থাৎ
কোনাে প্রতীককে কোনাে অর্থে গ্রহণ কর।
আৰ প্রয়ােজন হয় না। বক্তুত এসব বর্ণপ্রতীকের
যেহেতু কোনাে নির্ধারিত অর্থ নেই, এ
হয়েছে তা বােঝা যাবে না এবং এর ফলে যুক্তির
বৈধতা বিচারের ক্ষেত্রে অথবা যুক্তির প্রমাণ
গঠনের ক্ষেত্রে নানাবিধ জটিলতা সুষ্টি হবে।
সাধারণত যােজকের অর্থ সুনির্দিষ্ট থাকে।
যেমন- " (Dot) क্বারা সর্বক্ষেত্রেই কেবল
'এবং', 'ও', 'আর' ইত্যাদি জাতীয় শব্দকেই
বুঝানাে হয়ে থাকে। যেহেতু যােজকসমূহের অর্থ
সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় এ
এুলােকে বলা হয় যৌক্তিক ধ্রুবক (Logical
constant) বা ধ্রুবক প্রতীক (constan
symbol)
সংযৌগিক আপেক্ষকে যৌক্তিক যােজক হিসেবে ব্যবহৃত 'এবং', 'ও', 'আর' ছাড়াও বাংলায়
একই অর্থবােধক আরাে একাধিক শব্দ সংযোজনরূপে ব্যবহৃত হতে পারে। এগুলাে হলাে-
কিন্তু, অধিকন্তু, যদিও', 'তথাপি', 'তবুও' ইত্যাদি
শব্দ। এছাড়া ইংরেজি ভাষায়ও আরাে
কিছু শব্দ আছে যেগুলাে সংযোেজনের কাজ করে। এগুলোে হলাে- 'and' 'as well as,
bur', 'although", "yet' "also', 'still',
'however', 'moreover', 'eventhough,
despite'" 'nevertheless' ইত্যাদি শব্দ। বস্তুত
উল্লিখিত সবগুলাে শব্দেরই প্রতীক হিসেবে
0
1
Written by
Nurbegum
Nurbegum
4 years ago
Written by
Nurbegum
Nurbegum
4 years ago
আপনার লেখাটা সত্যিই অনেক মজার ছিল। আশাকরি সবাই গল্পটি পড়ে মজা পাবে এবং সাথে সাথে বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ লেখককে।