Bocon2

0 0

বচন

৬৩

বচনের শ্রেণিবিন্যাস

Clasification of proposition

চিাচরিত যুক্তিবিদ্যায় আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বচনের শ্রেণিবিন্যাস করতে দেখেছি।

দিকে, আধুনিক যুক্তিবিদ্যার এই শ্রেণিবিন্যাসকে আপাতদৃষ্টিতে ডিন্ন মনে হলেও

প্রকৃতপক্ষে এ দুধরনের শ্রেণিবিন্যাসের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা আছে। কারণ বিশ্লেষণ।

দেখা যায় যে, বচনের চিরাচরিিত শ্রেণিবিন্যাস থেকে প্রাপ্ত বচনগুলাের মধ্যে কিছু

জন একটি বক্তব্য এবং কিছু বচনে একাধিক বক্তব্য নিহিত আছে। আর বচনের এই দ্বিবিধ

য ভিত্তিতেই আধুনিক যুক্তিবিদ্যায় বচনকে সরল ও যৌগিক নামে দুটি ভাগে বিভাজন

হয়েছে। এক্ষেত্রে একটি বক্তব্য সংবলিত বচনকে সরল বচনের অন্তর্ভুক্ত করা হয়েছে

একধিক বক্তব্য সম্বলিত বচনকে যৌগিক বচনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে

কনেৰ আধুনিক শ্রেণিবিন্যাসের আলােচনায় প্রাসঙ্গিক হিসাব বচনের চিরাচরিত

শুমবিন্যাসটি সংক্ষেপে উল্লেখ করা হলাে।

কনের চিরাচরিত শ্রেণিবিন্যাস

Traditional clasification of proposition

প্রথমত, বচনকে গঠন (comparition) অনুসারে সরল ও যৌগিক, এ দুটি ভাগে বিভক্ত

করা হয়েছে।

১ সরল (simple) বচন : সরল বচনে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে, যা দ্বারা

1
$ 0.00

Comments