প্রতীকের রুপ

0 4

প্রতীকে বিবিধ রূপ

Various kinds of Symbol

ভততে প্রকৃতি বিশ্লেষণের প্রেক্ষিতে দেখা যায় যে, প্রতীকের উদ্ভব সংকেত থেকে।

পর্বর্তী অনুচ্ছেদ থেকেই আমরা জেনেছি যে, সংকেত প্রাকৃতিক ও কৃত্রিম- এ দু'ধরনের

হয়ে থাকে। আর প্রতীক বলতে মূলত কৃত্রিম সংকেতকেই বােঝায়। কারণ কৃত্রিম সংকেতের

মতােই প্রতীক হচ্ছে ইচ্ছাকৃতভাবে তৈরি সংকেত। অর্থাৎ প্রতীককে আমরা আমাদের

ইচ্ছানুযায়ী কৃত্রিমভাবে তৈরি করতে পারি।

প্রতীকী যুক্তিবিদ্যায় বিভিন্ন যুক্তিবিদ প্রতীকের বিবিধ রূপের কথা উল্লেখ করেছেন। এদের

ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা মূলত ছয় ধরনের প্রতীকের আলােচনা

পরিবর্ত দখতে প্রতীক পাই।, নির্দেশমূলক এগুলাে হলাে- প্রতীক সংক্ষিপ্ত এবং সাধারণ প্রতীক, প্রতীক দৃষ্টান্তমূলক। প্রতীক, প্রকাশধর্মী প্রতীক,

এক, সংক্ষিপ্ত প্রতীক

(Short

ব্যবহৃত সংক্ষিপ্ত হয়ে প্রতীক থাকে বলে বা। এ যে ধরনের প্রতীকের-hand প্রতীক Symbol মাধ্যমে হচ্ছে) বিষয়বস্তুকে: ভাষার যে প্রতীক সংক্ষিপ্তকরণ সংক্ষেপে শব্দের ব্যক্ত সংক্ষিপ্ত, অর্থাৎ করা রূপ হয় এ হিসেবে তাকে

যেমন প্রতীকের, আমরা মাধ্যমে World আমরা Health আমাদের ভাষার বিস্তৃত এর রূপকে সংক্ষেপে প্রকাশ করতে ধরনের পারি।

WHO ব্যবহার করে Organization- প্রতিটি শব্দের সংক্ষিপ্ত ভাষণ হিসেবে

থাকি। আবার শব্দ ছাড়া ধারণামূলক চিহ্নও প্রতীক হিসেবে

সংক্ষিপ্ত

1
$ 0.00

Comments

This article is about symbol. Symbol is very different from our society. Your article is very amazing.

$ 0.00
3 years ago

অপরাধী গানটি অনেক ভালো লাগছে। আমরা প্রত্যেকে যদি এটা পড়ি তাহলে অনেক কিছু জানতে পারবো। আশা করছি পরবর্তীতে এই ধরনের আর্টিকেল দেখতে আরো দেখবে আমাদের মাঝে তুলে ধরবেন।

$ 0.00
3 years ago

This article is very enjoyable. This passage is about symbol. Symbol has many part. Thank you.

$ 0.00
3 years ago