মাতৃভাষার অবমূল্যায়ন

2 35
Avatar for Nozrul
Written by
4 years ago

মোদের গোরব মোদের আশা

আহামরি বাংলাভাষা।।

মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।অনান্য দেশের মানুষ স্বাভাবিকভাবে তাদের মাতৃভাষা পেয়েছে, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে তা অর্জন করে নিতে হয়েছে।

প্রত্যেকটি ভাষারই ব্যাকারন আছে। ভাষার অলংকার আছে,কিছু নিয়োমকানুন আছে যা অনুসরন করলে ভাষা সুন্দর হয়।কিন্তু অত্যান্ত দূঃখের বিষয় এই যে আমরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে এই সকল নিয়োম অনুসরনতো করিই না বরং অন্য ভাষার অক্ষরে আমরা বাংলা ভাষা লেখি।

বর্তমানে ফেইসবুক, হোটাসঅ্যাপ, টুইটার সহ প্রায় সবগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি অক্ষরে বাংলা ভাষা টাইপ করা একটি সাধারন ব্যাপার হয়ে দাড়িয়েছে।

দেখুন আমার ব্যক্তিগত মতামত এই যে আমাদের এইখান থেকে বেরিয়ে আসা উচিত। বাংলা ভাষাকে বাংলা অক্ষরে লেখা উচিত।

আপনাদের মূল্যবান মতামত কমেন্টস্ বস্কে দেখবো বলে আশা রাখছি।

7
$ 0.00
Avatar for Nozrul
Written by
4 years ago

Comments

Apnake subscribe korechi, back korben...🙂

$ 0.00
4 years ago

Thank you very much brother, I wiil subscribe you. Stay with me I always support you.

$ 0.00
4 years ago