জ্যা কুয়ে- স্যেলুট বস

2 24
Avatar for Nozrul
Written by
4 years ago

জ্যা কুয়ে, একজন বিমান হাইজ্যাকার😱🙀

১৯৭১ সালে বাংলাদেশের জন্য যে ব্যাক্তি পাকিস্তানের পিআইএ-৭১১ যাত্রী সহ বিমান হাইজ্যাক করেছিলেন। তাঁর দাবী ছিলো কি জানেন?🤔

পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিশ টন ঔষধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা😱

জ্যা কুয়ে কোন প্রফেশনাল হাইজ্যাকার নন, বিপদে পড়া মানুষগুলোকে সাহায্য করার আর কোন উপায় না পেয়েই কাজটা করেছেন তিনি। কোন যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারও করেননি তিনি। অফিসারদের চালাকি ধরতে না পেরে আটক হয়েছিলেন, কিন্তু ২০ টন ঔষধ কিন্তু ঠিকই বাংলাদেশে এসেছিলো😍

ধরা পরার পর ৫ বছর জেল হয়েছিলো, অনেক বড়ো বড়ো আইনজীবীরা তার পক্ষে লড়েছেন। দুই বছর জেল খাটার পর মুক্তি পেলেও কোনদিন বাংলাদেশে আসেননি তিনি😢💔

যে দেশের জন্য এতোকিছু করেছেন সে দেশটা দেখতে না আসলেও মানবতার ডাকে ঠিকই সাড়া দিয়েছিলেন ৭১ এ💚✌️

আজ এই বাংলাদেশের পিছনে যে কতো ভিনদেশীদের অবদান ও রয়েছে, সেটা অজানাই থেকে যাচ্ছে আমাদের প্রজন্মদের কাছে🙌ঘটনাটি পড়ে কেমন লাগলো কমেন্টস্ এ জানাবেন।

Please like comment and subscribe me.

3
$ 0.00
Avatar for Nozrul
Written by
4 years ago

Comments

এটা কখনও জানতাম না। কৃতজ্ঞতা জানাই এমন মহৎ মানুষের প্রতি। সাবস্ক্রাইব করেছি, তুমিও করে দাও

$ 0.00
4 years ago

Thank you for your valuable comment. Just wait I will subscribe you, Hope you will stay with me

$ 0.00
4 years ago