আসসালামুওলাইকুম বন্ধুরা। কেমন আছেন সকলে? আজ আমি প্রতিদিনের সলাতের ব্যাপারে আলোকপাত করতে চাই। আমরা অনেকে আছি যারা সলাত আদায় করি কিন্তু সেটা পাচ ওয়াক্ত না!মাঝে মাঝে ২ /১ ওয়াক্ত বাদ পড়ে যায়। আমার নিজেরও অনেক সময় এমন হয়,বিষেশ করে ফজরের সলাত। আল্লাহ মাফ করুন 🙏যদি এমন হয় যেদিন ফজরের সলাত আদায় করি নাই সেইদিন যোহর আসার আগে যদি আমি মারা যায় না যানি করুনাময় আমার সাথে কিরূপ ব্যবহার করবেন!আমরা সকলে জানি আমাদের একদিন এই দুনিঅ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কখন বা কবে সেই দিন আসবে আমরা তা জানি না। তাই আমাদের সকলের উচিত সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখা। আল্লাহ ভীতি রেখে জীবন-জাপন করা। ঘুমানোর আগে আমি অ্যালাম দিয়ে ঘুমায় ফজরের সলাত আদায় করবো বলে। কিন্তু দেখা যায় কি অ্যালাম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। আমাদের উচিত সকালে ঘুম ভাঙ্গলেই উঠে পড়া। সলাত আদায় করা। কারন সকালের সলাত হলো ট্রেনের ইন্জিনের মত। ট্রেনের ইন্জিনের সাথে সাথে যেমন বাবি সকল বগিগুলা চলতে থাকে তেমনি ফজরের সলাত ঠিকভাবে পড়তে পারলে আপনার দিনের অন্য সলাত আদায়ের অন্যরকম একটা স্পৃহা সৃষ্টি হবে। আমরা প্রতিদিন যে সকল খারাপ বা অন্যায় কাজ করি তা আল্লাহর নিকট ক্ষমার যোগ্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহতালা বলেছেন আমরা যদি অন্যের হক নষ্ট করি, অন্যায়ভাবে কারও কিছু লুট করি এই সকল পাপ মহান আল্লাহ ক্ষমা করবেন না।তাই আমরা যদি প্রতিদিনের সলাত আদায় করি, সব কাজে আল্লাহতালার প্রতি ভরসা রাখি, আশা করা যায় করুনাময় আমাদের ক্ষমা করবেন।
6
41
From 1 contributor
From 1 contributor
Subs back pls