1
25
সুনাগরিকত্ব হচ্ছে একটি দেশের নাগরিকদের এক ধরনের গুন। নাগরিকত্ব একটি দেশের নাগরিকদের কে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। যারা অপর লোকদের কোনো ক্ষতিকরে না তারাই হচ্ছে সুনাগরিক। এটি একটি মহৎ গুণ, যা একটি দেশের জনগণের জন্য প্রয়োজন। একজন সুনাগরিক একটি সমাজের শান্তিতে বাস করে। সে কখনো অপরের সাথে ঝগড়া করে না। সে সমাজের অন্যান্য সদস্যদের প্রতি হিংসা পোষণ করে না। বরং সে সবার বন্ধু হয়ে যায়। সে সমাজ ও দেশের উন্নয়নের জন্য ভাবে এবং কাজ করে। সে সহযোগিতায় বিশ্বাস করে। সে তার শহর কিংবা দেশের জন্য মরতে প্রস্তুত থাকে। সে সমাজে একটি বন্ধুসুলভ পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতপক্ষে সুনাগরিকরা হচ্ছে একটি দেশের প্রান।
আপনি যে কথাগুলো লিখে ছিল খুবই দরকারি একটি কথা লিখেছেন ।আমাদের অবশ্যই সুনাগরিক হয়ে গড়ে তুলতে হবে কারণ দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালবাসতে হবে সেজন্য অবশ্যই সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং অন্যদেরকেও হওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে।