2
14
শীতের সকাল হয় রোমাঞ্চকর নয় দুঃখজনক।মানব স্বাস্থ্যের প্রতিরক্ষা ও সংরক্ষণের শীতের সকাল উপকারী।শীতের সকাল মাঝে মাঝে দরিদ্র লোকের কাছে ঘৃণার কারণ তীব্র ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের পরিধেয় কিছুই থাকেনা। শীতের সকাল আমাদেরকে বিভিন্ন দৃশ্য প্রদান করে যেমন রুদ্র পোহানো আরো কত কি। সকাল আমাদেরকে খেজুরের রস টাটকা শাকসবজি এবং সতেজ প্রাকৃতিক খাবার দেয়। যেসব লোকের প্রাতঃভ্রমণের অভ্যাস আছে তারা তীব্র শীত উপেক্ষা করে খুব সকালে ঘুম থেকে উঠে। কিন্তু ধনী লোকেরা খুব সকালে জেগে উঠে না। কাপড় ও চাদর মুড়ি দিয়ে বিছানায় সকালে সবচেয়ে বেশি উপভোগ করতে আগ্রহী। পেজে বৈচিত্র আমরা শীতের সকালে লক্ষ করি তা মাঝে মাঝে আমার দিকে সারা দেয় বা মাঝে মাঝে আমাদেরকে উল্লসিত করে।
খুবই সুন্দর ভাবে শীতের সকালের নেগেটিভ কিছু বিষয় তুলে ধরেছেন যেটা সত্যিই খুবই খারাপ এবং দুঃখজনক। এবং যে ভালো দিকগুলো তুলে ধরেছেন সেটাও খুবই ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর একটা আর্টিকেল লিখে উপস্থাপন করার জন্য।